1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২, ০৭:৪৯ অপরাহ্ন

ধর্ষণ-সহিংসতা বন্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে :কাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৬১ বার দেখা হয়েছে
ধর্ষণ-সহিংসতা বন্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে :কাদের
ওবায়দুল কাদের : ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বন্ধ করতে হলে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধানের বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘যার এজেন্ডা নেই তাকে মন্ত্রিসভার বৈঠকে ডাকা হয় না। আমারও আজ কোনও এজেন্ডা ছিল না। তবে ধর্ষণের বিষয়ে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয় মানুষের মনের ভাষা প্রধানমন্ত্রী বোঝেন। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে।’

তিনি বলেন, নরীর প্রতি সহিংসতা, ধর্ষণ বন্ধ করতে হলে এ ধরনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। ধর্ষণের সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের (অপরাধীদের) মধ্যে ভীতিও থাকবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি