1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ রিজভী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির তিন বছর উপলক্ষে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বক্তৃতা শেষ হওয়ার পর মাথা ঘুড়ে পড়ে যাচ্ছিলেন তিনি। এ সময় দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডায়াবেটিস বেড়ে গেছে বলে জানান চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে চলে আসেন তিনি।
এর আগে হার্ট অ্যাটাকের পর প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ও পরে ল্যাবএইড হাসপাতালে দুই দফায় ভর্তি হন রুহুল কবির রিজভী। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি