আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না। সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্তও নয়।
বৃহস্পতিবার তার বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতংক সৃষ্টি করা। বিএনপি কর্মসূচির নামে কোনো ধরনের সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করবে।
আগামী নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনেই হবে নির্বাচন।
পূজামণ্ডপের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের মামলা দেওয়ার অভিযোগ সত্য নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কে কোনো দল করে সেটা দেখে নয়, ভিডিও ফুটেজ দেখেই চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে উন্নয়নের সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এটাই বিএনপির গাত্রদাহের কারণ বলেও বিফ্রিংয়ে উল্লেখ করেন সেতুমন্ত্রী।