সিয়াম বা রোজা পালন মানুষের একমাত্র আত্মশুদ্ধি। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে মানুষ নিজেকে সংযত এবং আত্মিক শক্তিকে জাগ্রত ও বিকশিত করে তোলার পরিপূর্ণ সুযোগ লাভ করে। মানুষের মনের মধ্যে বাজে স্বভাব রয়েছে, তা তার আত্মিক উন্নতির পথে বাধার সৃষ্টি করে থাকে। মানুষ যখন তার বাজে স্বভাবকে নিয়ন্ত্রণ করতে পারে, তখনই সে পরিপূর্ণতার দিকে এগিয়ে যায়। এ জন্যই রোজার মতো কঠোর সাধনার মাধ্যমে মানবজাতি তার বাজে স্বভাবকে সংযত ও নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করে। বাজে স্বভাব, কোনো হাতিয়ার বা অস্ত্রকে দুর্বল করে বশে আনার লক্ষ্যে আল্লাহ তাআলা সিয়াম সাধনার অপূর্ব সুযোগ করে দিয়েছেন। মানুষ যাতে বাজে বা মন্দকাজকে দমন করতে পারে ও ধর্মীয় অনুশাসন পালন করতে পারে। যাবতীয় অকল্যাণকর কাজ থেকে আত্মরক্ষা করে কল্যাণকরভাবে আল্লাহর রহমতের যোগ্য বলে বিবেচিত হতে পারে। আত্মাকে সংশোধন, লোভ-লালসা থেকে পরিমার্জন ও পরিশোধন করার মাধ্যমেই একজন রোজাদারের রোজা সফলকাম হতে পারে।
উম্মে সালমা তোহা
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ,চট্টগ্রাম কলেজ