1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪৬ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নবাগত ইউএনও জনাব মেরিনা সুলাতানা মতবিনিময় সভা করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় নবাগত ইউএনও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা প্রশাসন। সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে কামারখন্দ একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসুচী বাস্তবায়ন করা উপজেলা নির্বাহী অফিসারের প্রধান দায়িত্ব। সুষ্ঠভাবে দায়িত্ব পালনের স্বার্থে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম শহিদুল্লাহ সবুজের সভাপতিত্বে সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, আ’লীগ নেতা আনোয়ার সেখ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি