1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২২ মে ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

সেরাম ইনস্টিটিউটের অগ্নিকাণ্ডে ক্ষতি হাজার কোটি রুপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৫৯ বার দেখা হয়েছে

ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান আদা পুনেওয়ালা জানিয়েছেন, ভ্যাকসিন কারখানায় আগুন লেগে অন্তত এক হাজার কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১১শ’ কোটি টাকার সমান) ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে করোনাভাইরাস ভ্যাকসিনের কোন ক্ষতি হয়নি।

গতকাল শুক্রবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। জানা গেছে, ভারতের পুনেতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা উৎপাদানকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউটে দু’বার আগুনের ঘটনা ঘটে। প্রথম অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহসহ মোট ৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খালি করে দেওয়া হয়েছে সেরামের ওই ভবনটি। ভিতরে কেউ আটকে আছেন কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

সূত্র : জি নিউজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি