1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাটে এনজিও’র নামে প্রতারণা : জেলা প্রশাসক বরাবর ব্যবসায়ীর লিখিত অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের মৃনাল চন্দ্র দেব চুনারুঘাট বাজারে লাইসেন্সবিহীন এক এনজিও’র প্রতারণার শিকার হয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে গত ৭ ডিসেম্বর সোমবার একটি অভিযোগ দায়ের করেছেন এবং বিভিন্ন দফতরে অনুলিপি প্রেরণ করেছেন।অভিযোগে জানা যায়, মৃনাল চন্দ্র দেবের গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার ৬নং ইউনিয়নের বড়াইল গ্রামে। তিনি একজন ক্ষুদ্র পান ব্যবসায়ী। চুনারুঘাট বাজারে দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসছেন। এদিকে বাজারে এক নামধারী লাইসেন্সবিহীন এনজিও’র মালিক নুরুল ইসলাম মৃনাল চন্দ্র দেবকে হবিগঞ্জ আমলী আদালতে প্রায় ৪৩ লাখ ৬০ হাজার টাকার ২টি মামলা দিয়ে হয়রানি করে আসছে। এমনকি তাকে আরও ১ কোটি টাকার মামলা দিয়ে ভিটেমাটি ছাড়ার হুমকি দিয়েছে। বর্তমানে মৃনাল চন্দ্র দেব তার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত ঐ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী পান বিক্রি করে যা উপার্জন হয় তা স্ত্রী ও সন্তানদের নিয়ে রীতিমত ভাত-ই পড়ে না। কিন্তু পর্যায়ক্রমে বিভিন্নভাবে মামলা দিয়ে এনজিও’র মালিক ভিটেমাটি দখলের পাঁয়তারা করে আসছে। এ ব্যাপারে মুনাল চন্দ্র দেব এলাকার মুরুব্বীয়ানদের বিষয়টি অবগত করেছেন। বর্তমানে তিনি তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আইনের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি