1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন

হোমনায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইয়াবাসহ আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৫৪১ বার দেখা হয়েছে

ফয়সাল মবিন পলাশ, কুমিল্লা সদর :
কুমিল্লার হোমনায় ইয়াবাসহ চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জসিম উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইকবাল মনির ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বড় ঘারমোড়া গ্রামে তার বাড়ির সামনে থেকে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করে। এসময় দেহ তল্লাশি করে তার কাছ থেকে একশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামের মো. আবদুল মালেকের ছেলে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আসামীকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জসিমের বিরুদ্ধে আরো পনেরটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি