অদ্য ০৫ নভেম্বর ২০২১ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এরস্থায়ী সনদ প্রাপ্তিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সোনারগাঁও জনপদ রোড, শাহ মাখদুম রোড ও উত্তরা পাসপোর্ট অফিস ঘুরে ক্যাম্পাসে ফিরে আসে। সকাল ১১.৩০ টায় প্রধান অতিথি হিসেবে জনাব হাফিজুর রহমান খান, চেয়ারম্যান, বরেন্দ্র ইউনিভার্সিটি ট্রাস্ট ও চেয়ারম্যান, রানার গ্রুপ, বিশেষ অতিথি হিসেবে প্রিয়াংকা গ্রুপের চেয়ারম্যান জনাব সাইদুর রহমান সজল এবং সম্মানিত অতিথি হিসেবে জনাব মোঃ লিয়াকত আলী সিকদার, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিক উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার জনাব মোঃ আব্দুল কাইউম সরদার। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিচিতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।প্রধান অতিথি জনাব হাফিজুর রহমান খান স্থায়ূী প্রাপ্তি সম্পর্কে আলোচনাকালে তিনি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মোঃ লিয়াকত আলী সিকদার এঁর যোগ্য নেতৃত্বের ভূয়ষী প্রশংসা করেন। ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নেওয়ার এই গৌরব অর্জন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। মুজিব বর্ষে ডিজিটাল বাংলাদেশের এই অর্জন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের উজ্জীবিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সম্মানিত অতিথি জনাব মোঃ লিয়াকত আলী সিকদার অত্র বিশ্ববিদ্যালয়কে শিক্ষার জন্য বেছে নেওয়ায়