Warning: Creating default object from empty value in /home/jatioart/public_html/wp-content/themes/NewsFreash/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত – দৈনিক জাতীয় অর্থনীতি
  1. bdweb24@gmail.com : admin :
  2. arthonite@gmail.com : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
উপজেলা নির্বাচন মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী কেউ মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোয় যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে : রাষ্ট্রপতি জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে বিএনপিকে কাদেরের চ্যালেঞ্জ শেখ হাসিনা দেশ পরিচালনায় মসৃণভাবে এগিয়ে যাচ্ছেন : মার্কিন থিঙ্ক-ট্যাঙ্ক বছর ঘুরে আবারও এলো পহেলা বৈশাখ ফিলিস্তিনসহ সকল দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত যশোরে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দাম বেশি রাখার অভিযোগ

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৩৯ বার দেখা হয়েছে
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং-২০২২ সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে নাচ, গান, আবৃত্তি, নাটক ও কৌতুকসহ মনোজ্ঞ পরিবেশনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি-এর উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি। শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ মানুষ হওয়ার আহবান জানিয়ে উপমন্ত্রী বলেন, ‘তোমারা নিজেদেরকে কর্মসংস্থানের উপযোগী ব্যক্তি হিসেবে নিজেকে গড় তোল। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য জয়, পাশাপাশি ইন্ড্রাস্ট্রি উপযোগী একজন দক্ষ জনবল হিসেবে নিজেকে তৈরি করতে হবে।’
মনোজ্ঞ এই অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান জনাব লিয়াকত সিকদার, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, জনাব মোঃ জোনায়েত আহমেদ ও জনাব তানভীর ইসলাম পাটোয়ারী। চেয়ারম্যান লিয়াকত সিকদার বলেন, ‘তোমরা একটি সঠিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিয়েছো। এই বিশ্ববিদ্যালয় তোমাদের নৈতিকতা ও বুদ্ধিবৃত্তিক গঠনে উচ্চ শিক্ষা প্রদান করবে। তোমাদের প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক জ্ঞানার্জনে সাহায্য করাই হচ্ছে এই ইউনিভার্সিটির দর্শন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞান উৎপন্ন ও বিতরণের স্থান।’ তিনি শিক্ষকমন্ডলীকে গবেষণা কাজে উৎসাহ প্রদান করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাজেটের একটি অংশ গবেষণার জন্য বরাদ্দ থাকবে।’ প্রফেসর ড. এম শাহীন খান বলেন, ‘আন্তর্জাতিক মানের গ্রাজুয়েট তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়। আমাদের প্রায় ৪০ হাজার এলামনাই দেশ-বিদেশে যোগ্যতার সাথে কাজ করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান এবং পরিচালক জনাব ওমর ফারুখ। ইউনিভার্সিটির নানাবিধ কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন বিশেষ অতিথিরা। তারা বলেন, আধুনিক ও ডিজিটাল শিক্ষা দেশ গঠনে অগ্রণী ভুমিকা পালন করছে এই বিশ্ববিদ্যালয়। মন্ত্রণালয় ও ইউজিসির নিয়মনীতি মেনে চলায় পঞ্চম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থায়ী সনদ অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়।
উৎসবমূখর এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, এডভাইজর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, আইএমসি এডভাইজর, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটের, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি