1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

অনিয়মের আশ্রয় নিলে লাইসেন্স বাতিল করা হবে : মেয়র গোলাম সরোয়ার  বিপ্লব 

বিশেষ প্রতিনিধি গাইবান্ধা জেলা
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার যে কোন ধরণের উন্নয়ন মুলক কাজে কোন ঠিকাদার অনিয়মের আশ্রয় নিলে সংশ্লিষ্ট ঠিকাদারের কার্যাদেশসহ লাইসেন্স বাতিল করা হবে।
পৌরসভার প্রোকৌশলীসহ স্থানীয় কাউন্সিলর এবং ওয়ার্ডবাসী তারা নিজেরাও সঠিক ভাবে কাজ বুঝে নিবেন।  নিজ নিজ এলাকার যে কোন জনদূর্ভোগ রোধে ও উন্নয়ন মুলক কাজে সহযোগীতার করবেন। তবে অনিয়ম করলে ছাড় পাওয়ার কোন সুযোগ নেই জানিয়ে তিনি বলেন পৌরসভার সর্বত্র পরিকল্পিত উন্নয়ন সাধণ করার আমার নির্বাচনী ওদা ।
বুধবার সকাল ১০ টায় উল্লেখিত সুইগ্রাম জামে মসজিদ হতে আমবাড়ী সীমানা পর্যন্ত রাস্তা পাকা করন প্রকল্প সরেজমিন পরিদর্শন শেষে পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য এসব কথা বলেন। তিনি আরো বলেন পৌরসভার উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।জনগনের জনদুর্ভোগ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে পলাশবাড়ী পৌরসভা। উন্নয়নে এই ধারা অব্যাহত রাখতে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, প্রায় কোটি ব্যায়ে ৫ টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে পলাশবাড়ী সভার জনগুরুত্বপূর্ণ ৫ টি রাস্তা।এসব রাস্তার মধ্যে উল্লেখযোগ্য রাস্তা হচ্ছে সুইগ্রাম জামে মসজিদ হতে আমবাড়ী সীমানা পর্যন্ত রাস্তা পাকাকরন । প্রকল্পটির ব্যায় ধরা হয়েছে প্রায় ২২ লক্ষ টাকা।কাজটি বাস্তবায়ন করছেন মেসার্স নাদিম এন্টারপ্রাইজ।কাজটি শুরুতেই অনিয়মের আশ্রয় গ্রহণ করেন ঠিকাদার নাদিম মন্ডল এমনটাই অভিযোগ করেন এলাকাবাসী।এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মেয়র ওই প্রকল্প পরিদর্শনে যান মেয়ের গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এসময় প্যানেল মেয়র আব্দুস সোবহান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পৌর ইন্জিনিয়ার সাজ্জাদ হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি