1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

আইপিএলে যেতে হলে দুই ডোজ টিকা নিতে হবে সাকিব-মুস্তাফিজদের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া আসরটি। করোনার কারণে চলতি বছরের শুরুর দিকে টুর্নামেন্টটি স্থগিত হওয়ায় এবার বাড়তি সতর্কতা অবলম্বন করতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

নতুন নিয়ম অনুযায়ী, আইপিএল খেলতে হলে সব ক্রিকেটারকে অন্তত দুই ডোজ টিকা নিতে হবে। সে হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএল খেলতে হলে টিকা নিতে হচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। এরপরই দুবাইয়ের বিমানে ওঠতে পারবেন তাঁরা।

আইপিএলের এবারে আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। এদিকে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ। বিসিসিআই শর্ত দেয়ার আগেই এক ডোজ করে টিকা নিয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে টিকা নিয়েছিলেন মুস্তাফিজ।

এদিকে যুক্তরাষ্ট্রে থাকাকালীন টিকা নেন সাকিব। দুই ডোজ টিকা নিলেও আইপিএলে অংশ নেয়া ক্রিকেটারদের অন্তত সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে দলের অনুশীলনে যোগ দেয়ার অনুমতি পাবেন।

এ প্রসঙ্গে বিসিসিআই জানিয়েছে, ‘আমরা বলে দিয়েছি যারা করোনার উভয় ডোজ টিকা নিবে, তাদের আমিরাতে আসতে কোনো বাধা নেই। দলগুলোকে অনুশীলন শুরু করতে, এখানে এসে খুব সম্ভবত সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।’

মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে আইপিএল। টুর্নামেন্ট শুরুর দেড় মাস বাকি থাকলেও আগামী ১০ আগস্টের পর থেকেই দুবাইয়ে যাওয়ার অনুমতি পাচ্ছে দলগুলো।

সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ১৩ আগস্ট দুবাই যাচ্ছে চেন্নাই। যেখানে ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে থাকবেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি