ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি: ১১/৩/২৫ ইং তারিখ সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ টাউন হল মোড় চত্বরে ধর্ষণ নিপীড়ন বন্ধের দাবিতে ও ধর্ষকের অবিলম্বে ফাঁসির দাবি জানিয়ে সাধারণ ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল করেন।
ছাত্র-জনতার পাশাপাশি এ মিছিলে সাধারণ জনতা অংশগ্রহণ করেন।
এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দ্রুত ধর্ষণকারীর বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা ও ফাঁসির দাবি নিশ্চিত করন করতে হবে।
বর্তমান স্বাধীন বাংলাদেশ আর যেন কোন মায়ের সন্তান ধর্ষণের শিকার না হয় তা বন্ধের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে উদার্ত আহ্বান জানিয়েছেন সাধারণ জনতা ও শিক্ষার্থীরা।