1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন 

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

আর’ডি’এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এবং আর ডি এইচ একাডেমি অফ বিউটিফিকেশন এর ৪র্থ বর্ষপূর্তি এবং বিউটিফিকেশন কোর্স শেষে স্টুডেন্টদের সার্টিফিকেট গত ৩ নভেম্বর ২০২৪ রবিবার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডা. সোহানা আফরিন সুলতানা, চিফ কন্সালেন্ট, টিয়ারা লেজার এন্ড এস্থেটিক সেন্টার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন, উম্মে হাবীবা বর্ষা, ফাউন্ডার এন্ড সিইও, আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন, এবং আর ডি এইচ একাডেমি অফ বিউটিফিকেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন লুৎফর রহমান এমজেএফ, বিশিষ্ট ব্যাবসায়ী, মেম্বার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর, ডিস্ট্রিক্ট ৩১৫বি১, বাংলাদেশ লায়ন্স ইন্টারন্যাশনাল, ভাইস চেয়ারম্যান OISCA ইন্টারন্যাশনাল জাপান, বাংলাদেশ ন্যাশনাল চ্যাপ্টার।

এছাড়াও উপস্থিত ছিলেন, লায়ন শিরিন আক্তার রুবি, ডেপুটি ডাইরেক্টর এডমিনিস্ট্রেশন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইমিডিয়েট পাস্ট ফার্স্ট লেডি অব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ৩১৫ বি১, বাংলাদেশ লায়ন্স ইন্টারন্যাশনাল; সুমা মন্ডল , ওনার শ্রেয়া ও রেড রোজ বিউটি পার্লার, ফাউন্ডার বাংলাদেশ নারী উন্নয়ন সংস্থা, সভাপতি বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটি; শামীমা আক্তার কুসুম, ইন্টারন্যাশনাল মেকাপ, হেয়ার স্টাইল ট্রেইনার এন্ড বিউটি এক্সপার্ট; রোকসানা পারভিন দিপু, ডাইরেক্টর প্রতিবেশী প্রশিক্ষণ কেন্দ্র; কে.এম. শহীদুল্লাহ্, ব্রাঞ্চ ম্যানেজার, মিরপুর ব্রাঞ্চ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড; লায়ন হারুন অর রশিদ বাবুল, ডাইরেক্ট আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন, এবং আর ডি এইচ একাডেমি অফ বিউটিফিকেশন; লায়ন নাসরিন বেগম, ডাইরেক্ট, আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন, এবং আর ডি এইচ একাডেমি অফ বিউটিফিকেশন।

আমন্ত্রিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

প্রধান অতিথি ডা. সোহানা আফরিন সুলতানা বলেন, বিউটি একটি মেয়েকে তার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেয়, একজন মেয়ে যে কোন সেক্টরে  কাজ করুক সেটা কর্পোরেট সেক্টরে হোক অথবা গৃহিণী হোক অথবা স্কুল কলেজ গোয়িং হোক, প্রতিটি সেক্টরেই রিকন্সেপটিভ সার্জারি এবং বিউটি পার্লারে বিভিন্ন সার্ভিসের মাধ্যমে তার কনফিডেন্স লেভেল বাড়াতে সাহায্য করছে। তিনি আরো বলেন উম্মে হাবিবা বর্ষা একজন কনফিডেন্ট লেডি এবং নারী উদ্যোক্তার একজন উদাহরণ।

বিশেষ অতিথি লায়ন লুৎফর রহমান এমজেএফ বলেন, উম্মে হাবিবা বর্ষা একজন আত্মবিশ্বাসী এবং ভিশনারি লেডি, তার ভিশন আর ডি এইচ কে একটি ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। উপস্থিত নারী উদ্যোক্তাদের ঢাকা চেম্বার অব কমার্সে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান।

ব্যাংকিং পার্টনার ইস্টার্ন ব্যাংক, মিরপুর ব্রাঞ্চ ম্যানেজার কে.এম. শহীদুল্লাহ্ বলেন হাটি হাটি পা পা করে চার বছর সবার আস্থার প্রতিক হিসেবে গড়ে উঠেছে আর ডি এইচ ব্যাংকিং পার্টনার হিসেবে এমন একজন উদ্যোক্তার পাশে থাকতে পেরে ধন্য মনে করছি, তিনি আরো বলেন “আমি বিশ্বাস করি এই, আর ডি এইচ একদিন বিশাল ব্রান্ড হিসাবে সকলের কাছে পরিচিতি লাভ করবে।” কে,এম,শহীদুল্লাহ্ বলেন, বর্তমানে নারী উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে ব্যাংক মাত্র ৪%-৫% সুদে লোন দিয়ে থাকে। আগে ২৫ লক্ষ টাকা পর্যন্ত আনসিকিউর লোন দেওয়া হতো বর্তমানে সেটা ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়, আর মরগেজ দেওয়া থাকলে এক কোটি টাকা পর্যন্ত লোন পেতে পারে।

উম্মে হাবীবা বর্ষা, (ফাউন্ডার এন্ড সিইও, আর ডি এইচ) তার বক্তব্য বলেন আর ডি এইচ এর যাত্রা শুরু ২০২০ সালে, এই শুরু থেকে এখন পর্যন্ত  আর ডি এইচ মেকওভার নিজেকে মেকওভার করে এখন একটি বিশ্বাস এবং আস্থার স্থানে পৌঁছিয়েছে, এই পুরোটা সময় ধরে যারা যারা পাশে ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেছেন। সার্টিফিকেট গ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আর ডি এইচ থেকে আপনাদের বিউটিফিকেশন যাত্রা শুরু, আমি চাই আপনারা এই সেক্টরে প্রত্যেকে সফল হন এবং সব সময় আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন।

মিরপুর ৬ নম্বরে অবস্থিত আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন, এবং আর ডি এইচ একাডেমি অফ বিউটিফিকেশন অত্যান্ত সুনামের সাথে শুধুমাত্র মেয়েদের বিভিন্ন সার্ভিস সমুহ যেমন ফেসিয়াল, মেকওভার, রিবন্ডিং, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, হ্যান্ড কেয়ার, ফুট কেয়ার ইত্যাদি দিয়ে থাকে এবং পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বিভিন্ন বিউটিফিকেশন কোর্সের  ব্যবস্থা করে থাকে যেমন বেসিক বিউটিফিকেশন কোর্স, বেসিক টু এডভান্স বিউটিফিকেশন কোর্স ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি