1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ঈদে লড়াইটা হবে শাকিব-সিয়ামের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

ঢালিউডে ঈদ মানেই যেন শাকিব খানের সিনেমা। বিগত দিনের ঈদগুলোতে প্রেক্ষাগৃহে দেখা গেছে তেমনই চিত্র। তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরেও মুক্তি পেতে চলেছে এই নায়কের ‘রাজকুমার’ সিনেমা।

ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমার পোস্টার ও ট্রেলার। ‘প্রিয়তমা’ সিনেমার পরে ‘রাজকুমার’ সিনেমা দিয়েও বাজিমাত করবেন শাকিব খান, এমনটাই প্রত্যাশা পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের।

এদিকে ‘রাজকুমার’-এর পর ঈদুল আজহাতে মুক্তি পাবে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। যেখানে প্রথমবারের মতো নির্মাতা রায়হান রাফীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক।

গত সপ্তাহেই ‘তুফান’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ করে হৈ চৈ ফেলে দিয়েছেন রাফী। যেই পোস্টার দেখে ধারণা করাই যাচ্ছে, ঈদুল ফিতরের পর ঈদুল আজহাতেও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন শাকিব।

শুধু ধারণাই নয়, বিগ বাজেটে নির্মাণ হচ্ছে তুফান সিনেমা। দেশের আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ যৌথভাবে প্রযোজনা করছে এই ছবি। ভারতের বেশ কিছু লোকেশনে হবে সিনেমার শুটিং। যেখানে গ্যাংস্টারের গল্পে ধরা দেবেন শাকিব খান।

স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছিল, ঈদুল ফিতরের পর ঈদুল আজহাতেও প্রেক্ষাগৃহ দখল করে রাখবেন শাকিব। তবে সেই ধারণাতে যেন একটা ধাক্কা দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নিজের জন্মদিনে পরবর্তী সিনেমার ঘোষণা দিলেন তিনি। প্রকাশ করলেন পোস্টার। যা দেখে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।

পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। দেখে বোঝা যাচ্ছে, প্রতিশোধের নেশায় মগ্ন সিয়াম। এমনই এক অচেনা রূপে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন নায়ক।

রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশনে ভরপুর ‘জংলি’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন সিয়াম। যেটি নির্মাণ করেছেন ‘শান’ খ্যাত নির্মাতা এম রাহিম। আসন্ন ঈদুল আজহাতেই মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

শাকিবের ‘তুফান’ সিনেমার পোস্টার যতোটা ঝড় তুলেছিল ভক্তদের মাঝে, সিয়ামের ‘জংলি’ও কোনো অংশে কম যায়নি। ঈদে যে সিয়াম, শাকিবকে বেশ শক্তভাবেই টেক্কা দিবেন সেই পূর্বাভাসই যেন দিয়ে রাখলেন পোস্টার প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি