1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক

“উড়ন্ত ময়লা পানিতে অনাকাঙ্খিত গোসল!” 

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

 ফারুক ,ফেনী প্রতিনিধি: ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে অবস্থিত  ফ্লাইওভারের উপর মাঝ বরাবর অপেক্ষাকৃত নীচু জায়গায় [ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার অংশে] বৃষ্টির পানি জমে থাকে।
বৃষ্টি থেমে যাওয়ার পর ওই জায়গা দিয়ে যখনই কোন যানবাহন চলাচল করে জমে থাকা পানি ছিটকে ব্রিজের নিচে গিয়ে পথচারীদের গায়ে পড়ে জামাকাপড় ভিজিয়ে দেয় এতে অনাকাঙ্ক্ষিত বিব্রতকর অবস্থার তৈরী হয়। ফেনীকে বাংলাদেশের নাভী বলা হয়। আর মহিপাল এলাকা হল সেই নাভীরই প্রাণকেন্দ্র।  এখানে প্রতিনিয়ত ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলের  হাজার হাজার লোকের সমাগম ঘটে ব্রিজের নিচে।
এছাড়াও স্থানীয় ছাত্র-ছাত্রী এবং অফিসগামী অনেক লোকজন হরহামেশাই এরকম ঘটনায় পতিত হচ্ছে। এরকম ছিটকে পরা পানিতে ভেজা দুজন ভুক্তভোগী পথচারীর সাথে কথা বলে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তারা খুব আক্ষেপ প্রকাশ করেন এবং অসহায়ের মত প্রশ্নকরেন- এগুলো দেখার মত দেশে কি কেউ আছে?
এ বিষয়ে বাংলাদেশ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ফেনী শাখার  সাব-ডিভিশন ইন্জিনিয়ার জনাব আব্দুল বাতেন এর সাথে যোগাযোগ করা হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আফসোস প্রকাশ করেন এবং সমস্যা সমাধানের জন্য অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
আমরা এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এবং অনতিবিলম্বে এ ধরনের পরিস্থিতি গুলো এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর তাগিদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি