1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

কপিল শর্মার শো ঘিরে প্রতারণার ফাঁদ!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

শিগগিরই শুরু হবে কপিল শর্মার শোয়ের নতুন সিজন। তবে তার আগেই এই শো’কে কেন্দ্র করে প্রতারণার ফাঁদ তৈরি করেছেন এক চক্র। কয়েক দিন ধরেই একটি বিজ্ঞাপন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজ্ঞাপনটিতে ৫ হাজার টাকার বিনিময়ে কপিলের শো দেখার সুযোগ করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনটি দেখে নেটিজেনদের পাশাপাশি খোদ কপিলও হতবাক হয়েছেন। কারণ, এ ধরনের কোনো বিজ্ঞাপন কপিল শর্মার শোয়ের পক্ষ থেকে নেটমাধ্যমে ছাড়া হয়নি।

ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, কপিলের শো দেখার সুযোগ করে দেওয়া হবে। তার জন্য টিকিটের মূল্য প্রায় ৫ হাজার টাকা। এই বিজ্ঞাপন দেখে কপিলের এক অনুরাগী সাবেক টুইটারে জানতে চান, এটি সত্যি কি না? তৎক্ষণাৎ কপিলের তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হয় পুরোটাই প্রতারণার ফাঁদ।

পরে নিজের টুইটারে অনুরাগীদের সতর্কবার্তা দিয়ে কপিল লেখেন, আমরা কোনো দিন আমাদের শো দেখার জন্য এক টাকাও নেইনি। এটা প্রতারণার ফাঁদ। এই ধরনের প্রতারণা চক্র থেকে সাবধান থাকুন।

বর্তমানে হিন্দি টেলিভিশনে সফলতম সঞ্চালক কপিল শর্মা। শোয়ের প্রতি পর্বে তার পারিশ্রমিক প্রায় ৫০ লক্ষ টাকা। সূত্রের খবর অনুযায়ী, বছরে কপিলের উপার্জন ৩০ কোটিরও বেশি, মাসিক প্রায় তিন কোটি টাকা।

সম্প্রতি চলতি সিজনের শেষ পর্বের শুটিং শেষ করে এখন কর্নাটকে ছুটি কাটাচ্ছেন কপিল। বরাবরের মতো সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সেইসব ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সঞ্চালনা ও অভিনয়ের পাশাপাশি নিজস্ব ইউটিউব চ্যানেলও খুলেছেন তিনি। এখন কপিলের শোয়ের নতুন সিজনের জন্য অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি