1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

কয়রার খিরোলে জোরপূর্বক জমি দখল ও মারপিটের অভিযোগে মামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪

কয়রা উপজেলা প্রতিনিধিঃ খুলনা জেলার কয়রা থানার আমাদি ইউনিয়নের খিরোল গ্রামে বাবু, রায়হান, মারুফা খাতুন, সোহেল, মিজান মোড়ল, জলিল মোড়ল, কামরুলদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করা ও মারামারির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ ও বাদী সুত্রে জানা যায় জেলা খুলনা, থানা কয়রা, মৌজা খিরোল জেএলএ এসএ ১২২ নং হাল ১৫ নং। এসএ খতিয়ান নং ১০১ তৎপর ১০১/১ হাল বিআরএস খতিয়ান নং ২৬৬ তৎপর নাম পত্তন ও জমা খারিজ সুত্রে ৪১৭ নং এসএ দাগ ৪৮১, ৪৪৮, ৪০৫, ৪০৭, ৪০৯ ও হাল ১৫৩৩, ১৫২৩ দাগে মোট ১.২৬ একর জমির মধ্যে .৫০ শতক জমি অয়ারেশ ও কবলা মুলে প্রাপ্ত হইয়া সেখানে সিমান ও চৌহদ্দি নির্মাণ পূর্বক শান্তি পূর্ণ ভাবে ভোগ দখল করা থাকাকালীন উপরোক্ত বিবাদীগণ বিভিন্ন সময়ে উক্ত সম্পত্তি সীমানা কাটিয়া ক্ষয় ক্ষতি করিয়া আসিতেছে। গত ইং ১৬.০৪.২০২৪ তারিখ সকাল আনুঃ ৭/৭.৩০ সময়ে বিবাদিগন জোরপূর্বক আমার জমিতে প্রবেশ করিয়া নতুন করে রাস্তা নির্মাণ করিতে থাকিলে আমি বাধা দিলে দিলে তারা আমাকে মারপিট করতে থাকে । স্থানীয় লোকজন চলে আসায় তারা চলে যায় এবং হুমকি দিয়ে বলে তোরা কিভাবে বসবাস করিস আমরা দেখব? ঘটনা নিয়ে আমি কয়রা থানায় একটি অভিযোগ করেছি ও জোরপূর্বক জমি হইতে বেদখল করতে আসায় কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি যাহার নম্বর এমআর ২৯/২০২৪।

সরেজমিনে গেলে স্থানীয় প্রতিবেশী আঞ্জুয়ারা ও সখিনা বলেন আমরা বিয়ের পর হইতে দেখে আসতেছি জমিটা শহিদুল অর্থাৎ বাদী ভোগ দখল করে ও মাছ চাষ করে আসতেছে । কয়েকদিন আগে উপরোক্ত বিবাদীগণ জোর করে জমি দখল করতে আসিলে বাদী বাধা দিলে বাদীকে মারপিট কর চলে যায়।

অভিযোগের সম্পর্কে বিবাদী বাবু মুঠোফোনে বলেন আমার ও আমাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা সম্পুর্ন মিথ্যা। বিবাদী মারুফাকে একাধিকবার কল করলেও বিবাদী কল রিসিভ করেননি। এ ব্যাপারে কয়রা থানা ও উপজেলা নির্বাহী কোর্ট এ খোজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি