Warning: Creating default object from empty value in /home/jatioart/public_html/wp-content/themes/NewsFreash/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
করোনাকালে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের ত্রাণ সামগ্রী বিতরণ – দৈনিক জাতীয় অর্থনীতি
  1. bdweb24@gmail.com : admin :
  2. arthonite@gmail.com : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

করোনাকালে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৯২ বার দেখা হয়েছে

বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের পক্ষ থেকে করোনাকালে ক্ষতিগ্রস্ত (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার)   জনসাধারণের মাঝে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে চাল, ডাল, আলু, তেলসহ ৪০টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে আবুল খায়ের গ্রুপ। গত ০৩ জুলাই ফোরামের কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক এ ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়।

ফোরামের সভাপতি বেলায়েত হোসেন বলেন, করোনা বিস্তার রোধে বিধি আরোপের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়  ফোরামের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। আগামী দিনগুলোতে  ফোরামের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এ আয়েজনে সহযোগিতা করার জন্য আবুল খায়ের গ্রুপের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করেন।

এ সংগঠনের মহাসচিব মো. ইমরান জানান, করোনায় আক্রান্ত পরিবারের সহযোগিতায় ফোরামের লক্ষ্য অনুযায়ী সামাজিক কল্যাণমূলক কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। করোনাকালে কর্মসংস্থান হারিয়ে ফেলা ব্যক্তিদের আরো কীভাবে সহযোগিতা করা যায় সে ব্যাপারে ফোরামের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। তিনি এ আয়েজনে সহযোগিতা করার জন্য আবুল খায়ের গ্রুপ ও সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী বিতরণের জন্য নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি