1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতি

রওশন আরা পারভীন শিলা
  • আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

নওগাঁ প্রতিনিধিঃ- করোনাভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে।দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও। এবার করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতি।উপজেলার বিভিন্ন মার্কেট,দোকানপাট, শপিং মল এলাকা ঘুরে ঘুরে ভ্যান চালক, ব্যাটারী চালিত অটো রিক্সা,ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী পথ শিশুও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরন করেন আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতির পক্ষ থেকে। শুক্রবার বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত এই সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলীও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পল্টু, ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য বাটুল পাল সহ সমিতির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে প্রায় তিন শতাধীকমাস্ক বিতরণ করেন ও মাইকিং করে সচেতনতা করে বক্তব্য রাখেন।এ ব্যাপারে আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পল্টু বলেন, এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমাদের সংগঠনের সামর্থ্যরে মধ্যে থেকে যতটুকু টুকু সম্ভব ততো টুকু করলাম ,সাধারণ মানুষের ও ব্যবসায়ীদের সচেতনতা বৃুদ্ধির জন্য বলতে পারেন। তিনি বলেন, করোনা ভাইরাস থেকেবাঁচতে মাস্কটা ব্যবহার করলে সুবিধা হবে, আক্রান্ত মানুষ মাস্ক ব্যবহার করলে তার থেকে এটি ছড়ানোর সুযোগ কম। আবার একজন সুস্থ্য মানুষের নিরাপত্তার জন্য এটি ব্যবহার করলে ভালো। আসুন আমরা করোনা প্রতিরোধেমাস্ক ব্যবহার ও স্বাস্থবিদি প্রতিপারন করি এবং অন্যকে স্বাস্থ্য বিধি মেনে চলতে সহযোগীতা করি। এ ছাড়া তিনি আরো বলেন,করোনাভাইরাস জনিত রোধ কোভিড-১৯এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যবলি/ চলাচলে নিশেধাজ্ঞা আরোপ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত প্রঞ্জাপণ অনুসরণ করে আগামী ৯- ১৩ এপ্রিল২০২১ মেয়াদে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি