1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

করোনায় মারা গেলেন এনআইএলএমআরসির পরিচালক অধ্যাপক শামসুজ্জামান তুষার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৩৪ বার দেখা হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার। রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরেরও সাবেক পরিচালক ছিলেন মাইক্রোবায়োলজির অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার। গত ৮ এপ্রিল তার করোনা শনাক্ত হয়। ১০ এপ্রিল তাকে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করানো হয়। ওই দিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। মাঝে অবস্থার বেশি অবনতি হলে তিন দিন তাকে লাইফ সাপোর্টও দেওয়া হয়। পরবর্তীতে আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

ফারুক আহমেদ জানান, করোনা ছাড়াও অধ্যাপক ডা. শামসুজ্জামানের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। করোনা আক্রান্ত হওয়ায় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এফডিএসআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৬৭ জন চিকিৎসক মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি