1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

করোনা ভাইরাসের কারনে চলমান লক ডাউনের ফলে কর্মহীন অসহায় 10 হাজার পরিবারের মধ্যে বিতরনের জন্য 2 কোটি 53 লক্ষ টাকা বরাদ্ধ

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৯৮ বার দেখা হয়েছে

চলমান লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে সরকারী নগদ অর্থ সহযোগীতা প্রদানের জন্য নওগাঁ জেলায় 2 কোটি 53 লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। জেলার 11টি উপজেলা এবং তিন টি পৌরসভার অনুকূলে এই বরাদ্ধ দেয়া হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর- রশিদ জানিয়েছেন এই নগদ টাকা প্রতিটি দরিদ্র পরিবারকে দুই হাজার পাঁচশত টাকা করে মোট দশ হাজার দুই পরিবারের মধ্যে বিতরন কাযক্রম ইতিমধ্যে জেলার এগারটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের প্রত্যক্ষ তদারকিতে বিতরন শুরু হয়েছে। সূত্র মতে, উপজেলা ভিত্তিক পরিবার সংখ্যা এবং পরিবারের বিপরীতে বরাদ্ধের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় এক হাজার দুই শত পরিবারের বিপরীতে ত্রিশ লাখ টাকা, বদলগাছী উপজেলায় আট শত পরিবারের বিপরীতে বিশ লক্ষ টাকা, মহাদেবপুর উপজেলায় এক হাজার পরিবারের বিপরীতে পঁচিশ লক্ষ টাকা।পত্নীতলা উপজেলায় এক হাজার এক শত পরিবারের বিপরীতে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, ধামইরহাট উপজেলায় আটশত পরিবারের বিপরীতে বিশ লক্ষ টাকা।সাপাহার উপজেলায় ছয় শত পরিবারের বিপরীতে পনর লক্ষ টাকা,নিয়ামতপুর উপজেলায় আট শত পরিবারের বিপরীতে বিশ লক্ষ টাকা, পোরশা উপজেলায় ছয় শত পরিবারের বিপরীতে পনর লক্ষ টাকা, মান্দা উপজেলায় এক হাচার চার শত পরিবারের বিপরীতে পঁয়ত্রিশ লক্ষ টাকা, রাণী নগর উপজেলায় আট শত পরিবারের বিপরীতে বিশ লক্ষ টাকা। আত্রাই উপজেলায় আট শত পরিবারের বিপরীতে বিশ লক্ষ টাকা এবং নওগাঁ পৌরসভার আশি পরিবারের বিপরীতে দুই লক্ষ টাকা,নজিপুর পৌরসভার আশি পরিবারের বিপরীতে দুই লক্ষ টাকা এবং ধামইরহাট পৌরসভার ষাইট পরিবারের বিপরীতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।এ ছাড়াও জেলার এগারো টি উপজেলার প্রতিটিতে এক লক্ষ এক লক্ষ টাকা করে মোট এগার লক্ষ টাকা শিশু খাদ্য এবং প্রতিটি উপজেলায় এক লক্ষ টাকা করে এগারো টি উপজোয় গো-খাদ্য হিসেবে বরাদ্ধ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি