1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

কাঁদলেন বর্ষা: ভালো জিনিসের কেন মানুষ প্রশংসা করতে পারে না

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২

ঈদুল আজহা উপলক্ষে দেশের ১১৫ সিনেমা হলে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’। ১০০ কোটি টাকা বাজেটের এই সিনেমায় অনন্তের নায়িকা হিসেবে আছেন বর্ষা।

মুক্তির দিন থেকেই ‘দিন: দ্য ডে’ নিয়ে দেখা গেছে দর্শক আগ্রহ। প্রায় প্রতিটি শো তে ঝুলছে হাউজফুল বোর্ড। একদিকে দীর্ঘদিন পর দেশের হলে অনন্ত-বর্ষার ছবি, তার উপর সিনেমাটির বাজেট প্রায় শতকোটি টাকা। তাই সিনেমাটি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা, তবে শো এর টিকিত না পেয়ে ক্ষোভও ঝারছেন কেউ কেউ।

এদিকে দর্শক প্রতিক্রিয়া দেখতে এক হল থেকে অন্য হলে ঘুরে বেড়াচ্ছেন অনন্ত-বর্ষা। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে দর্শকদের সাথে বসে ছবি দেখতে এসে অনন্ত অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণিত ভাবে কিছু মিডিয়া ‘দিন: দ্য ডে’ নামে অপপ্রচার চালাচ্ছে। যা বাংলা সিনেমার জন্য মোটের মঙ্গলকর নয়।

অনন্তের সাথে সুর মিলিয়ে কান্নাজড়িত কণ্ঠে বর্ষা বলেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না… ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থে ডাউন করা চেষ্টা করছে। খুব কষ্টই পেলাম ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না।’

‘আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, আমার মনে হয় তাহলে আমাদের কিছুই হবে না, আমরা যে চেষ্টা করছি ভালো একটা সিনেমা দিতে। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে। অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টসকর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব, মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে…।’

তিনি আরও বলেন, ‘নেত্রী: দ্য লিডার’ আমরা শুটিং করেছি, হতে পারে… এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে… গায়ের জোরে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না।’

‘দিন: দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি