1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

কোস্ট গার্ডের অভিযানে সোয়ারীঘাটে মাছের আড়ৎ থেকে ১৪শ কেজি জাটকা জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৩৮ বার দেখা হয়েছে

অদ্য সোমবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ৩৫ মণ জাটকা জব্দ করা হয়।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার পাগলা লেঃ আশমাদুল ইসলাম এর নেতৃত্বে সোয়ারীঘাট এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলকালীন সময় পুরানা ঢাকার সোয়ারীঘাট মাছের পাইকারি বাজার থেকে আনুমানিক ১৪শ কেজি (৩৫ মণ) জাটকা জব্দ করা হয়। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত জাটকা সমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি