ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রীদের মধ্যে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন বারবার। কিন্তু এবার ক্ষমা চাইতে হলো জনপ্রিয় এই অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে।
‘ফ্যামিল ম্যান ২’ সিরিজে তার তামিল বিদ্রোহীর চরিত্রের জন্য নানা সমালোচনা-কটাক্ষের শিকার হয়েছিলেন সামান্থা। এবার সেই প্রেক্ষিতেই সিরিজ় মুক্তি পাওয়ার প্রায় আড়াই মাস পরে ক্ষমা চেয়ে নিলেন নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজ়ন টু-এ ইলম সংগ্রামী রাজির চরিত্রে অভিনয় করে দেশজোড়া প্রশংসা পেয়েছেন সমান্থা। তবে মুক্তি পাওয়ার আগে তামিলনাড়ুতে এই সিরিজ়ের ওপরে নিষেধাজ্ঞার দাবি জানানো হয়। তামিলদের আপত্তিজনকভাবে দেখানোর অভিযোগে কেন্দ্রের কাছে চিঠি লিখেছিলেন তামিলনাড়ুর তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
সিরিজে সামান্থা অভিনয় করেন শ্রীলঙ্কার একজন তামিল বিদ্রোহীর চরিত্রে। আর সেখানেই সমস্যার সূত্রপাত হয়েছিল। সামান্থা নিজে একজন দক্ষিণী অভিনেত্রী হয়েও সেই জায়গায় তার তামিল সংস্কৃতির প্রতি এরূপ চরিত্রায়ণকে অপমানসূচক বলে নিন্দা করেছেন তামিলনাড়ু সরকার, এমনকী শো বন্ধ করার আর্জি পর্যন্ত জানিয়েছিলেন তারা। পূর্বে তামিলনাড়ুর তথ্যপ্রযুক্তি মন্ত্রী টি মনোথাঙ্গারাজ ফ্যামিলি ম্যান ২ -এর মুক্তির আগে একটি চিঠিতে লিখেছিলেন, এই সিরিজটি কেবল ইলম তামিলদের অনুভূতি নয়, তামিলনাড়ুর মানুষের অনুভূতিতেও আঘাত করেছে।
বিতর্ক না বাড়ানোর জন্য তখন নির্মাতাদের পক্ষ থেকে সমান্থাকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সমান্থা বলেন, ‘শো রিলিজ় হওয়ার পরে খানিক শোরগোল হলেও, পরে তা নিজে থেকেই থেমে গিয়েছিল। অনেকের আশঙ্কা ভুল প্রমাণ হয়েছিল। কিন্তু এখনও যাদের মনে ক্ষোভ রয়েছে, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’
সমান্থার মতে, প্রতিটি মানুষের নিজস্ব ধ্যান-ধারণা থাকতে পারে। কিন্তু যাদের আবেগে অনিচ্ছাকৃতভাবে আঘাত করা হয়েছে, তাদের কাছে তিনি ক্ষমা চেয়ে নিলেন।
কয়েক মাস ধরেই ডিজিটাল প্ল্যাটফর্মে তুমুল সাড়া ফেলেছে মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান ২’। শট সিকোয়েন্স থেকে অভিনয় দক্ষতায় বহু প্রশংসা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এই সিরিজের সুবাদেই সামান্থা নিজের ডিজিটাল ডেবিউ করেন। এবং যথারীতি মুখাভঙ্গী থেকে বডি ল্যাঙ্গুয়েজ, অভিনেত্রী তার অসামান্য অভিনয়ের মাধ্যমে যেমন লক্ষ সিনেপ্রেমীদের মনে জায়গা করেছেন তেমনই ভূষিত হয়েছেন নানান পুরস্কারে।