1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক

গাইবান্ধার মহিমাগঞ্জ এমবিএসএস এর গ্রাহকদের জমানো ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতির (এমবিএসএস) ১২শ’ সদস্যর জমানো সঞ্চয়, ডিপোজিট, ফিক্সড ডিপোজিট ও ডিপিএস এর প্রায় ৩ কোটি টাকা আত্মসাত করে বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি সমিতির ক্যাশিয়ার এনামুল হক বিদেশে পাড়ি জমিয়েছে এবং তার মত সভাপতি আমিনুল এহসান আপেল ও সাধারণ সম্পাদক আ. মতিন আত্মগোপনে থেকে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। যা বন্ধে সমিতির ক্ষতিগ্রস্থ সদস্যদের পক্ষে নবাব আলী শেখ থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, ২০০৯ সালে মহিমাগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি প্রতিষ্ঠা করে রেজি: নং- ২০/২০১৮ লাখ করে। এরপর ক্ষুদ্র ঋণ প্রকল্প, ডিপিএস, ফিক্সড ডিপোজিডসহ বিভিন্ন মেয়াদে আর্থিক লেনদেন শুরু। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় ১২শ’। তাদের কাছ থেকে সঞ্চয়সহ ২, ৩ ও ৫ বছর মেয়াদী লেনদেনে প্রায় ৩ কোটি টাকার ঊর্দ্ধে হাতিয়ে নেয়। সাম্প্রতিক সময়ে মেয়াদী জমা সম্পূর্ণ হলে গ্রাহকরা আবেদন করেও তাদের আমানত ফেরত পাননা। দেই-দিচ্ছি বলে ইতিমধ্যে সমিতির ক্যাশিয়ার এনামুল হক বিদেশে (সৌদি আরব) পাড়ি জমায়। সম্প্রতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকও আত্মগোপনে থেকে বিদেশে পাড়ি জমানোর পাঁয়তারা করছে বলে লোকমুখে প্রচার পায়। ফলে গ্রাহক হয়রানি ও তাদের জমানো টাকা আত্মসাৎ করছে গ্রাহকদের মাঝে আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে সমিতির সভাপতি আমিনুল এহসান ওরফে আপেল (০১৭২০১০২৫৭০) এবং সাধারণ সম্পাদক আ. মতিন (০১৭২৩০৮৩১২৫; ০১৯৩৭৪৯৩৮৪০) এর ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে তাদের পাওয়া যায়নি।

অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি