1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

গুরুত্ব বাড়বে আস্তে আস্তে পুঁজিবাজারের : পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৬৩ বার দেখা হয়েছে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা অর্থনীতির উন্নয়নের পথে রয়েছি। এখনো পুঁজিবাজারকে হয়তো তেমন গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আস্তে আস্তে এর গুরুত্ব বাড়বে।’

আজ রবিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) যৌথ উদ্যোগে সিএসজেএফ অডিটোরিয়ামে বাজেট পরবর্তী আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

‘আগামী বাজেটে পুঁজিবাজার কিছুই পায়নি, এ কথা আসলে সঠিক নয়’ উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে দ্বৈত কর প্রত্যাহার, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হারের ব্যবধান বাড়ানো এবং সব ধরনের বন্ড মার্কেটকে সম্পূর্ণ করমুক্ত করার বিষয়গুলো বাজেটে বিবেচনা করার জন্য জানাব।’

এতে আরও বক্তব্য দেন বিএমবিএ প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও, ডিএসই চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু প্রমুখ।

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিয়াউর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি