1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই ২৩ নাবিকসহ আমিরাতের আল-হামরিয়া বন্দরে ভিড়ল এমভি আবদুল্লাহ তাপপ্রবাহে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতিকে বারের চিঠি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির বেনজীর আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরে যাচ্ছেন বুধবার, সই হচ্ছে ছয় চুক্তি-সমঝোতা প্রবাসীদের তিন ব্যাংকের একটিতে তারল্যসংকটে, আরেকটি চেয়ারম্যানই সর্বেসর্বা ,অন্যটি এমডি–শূন্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি মার্কিন ডলার দুবাই পৌঁছেছে এমভি আবদুল্লাহ

ছোট মেয়ের বয়স আঠারোর অপেক্ষায় ছিলেন বিল-মেলিন্ডা

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৪২ বার দেখা হয়েছে

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে মেলিন্ডা ও বিল গেটস। সুইজারল্যান্ডের দাভোসে, ২০১৫ সালের ২৩ জানুয়ারি
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে মেলিন্ডা ও বিল গেটস। সুইজারল্যান্ডের দাভোসে, ২০১৫ সালের ২৩ জানুয়ারিএএফপি
বিল ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদের ঘোষণার পর যত দিন গড়াচ্ছে, ততই নতুন নতুন তথ্য মিলছে। মার্কিন দৈনিক দ্য ওয়ালস্ট্রিট জার্নাল ৯ মে জানিয়েছে, বিচ্ছেদের জন্য মেলিন্ডা দেড় বছর ধরে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন।

বিচ্ছেদের সম্ভাব্য কারণ হিসেবে জেফরি এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সখ্য মেলিন্ডা মেনে নিতে পারেননি বলে জানিয়েছে প্রভাবশালী দৈনিকটি। শিশু-কিশোরীদের পাচার ও জোর করে যৌনদাসীর কাজ করানোর মতো গুরুতর অভিযোগ এপস্টেইনের বিরুদ্ধে। কারাবাসে থাকা অবস্থায় আত্মহত্যা করেন এই মার্কিন ধনকুবের।

গেটসদের সংসারে ভাঙনের সূর দীর্ঘদিনের হলেও বিচ্ছেদের ঘোষণা দেওয়ার এই সময় বেছে নেওয়ার একটি কারণ জানিয়েছে পিপল সাময়িকী।

পিপলের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের জন্য এই সময় বেছে নেওয়ার পেছনে কারণ, বিল-মেলিন্ডা তাঁদের ছোট মেয়ে ফিবির বয়স ১৮ হওয়ার অপেক্ষায় ছিলেন বলে মনে করা হচ্ছে। এর মধ্যে হাইস্কুলের পাট শেষ করেন ফিবি। এই সময়টাতে মেয়ের পাশে তাঁরা দুজন একসঙ্গে থাকতে চেয়েছিলেন।

বিল-মেলিন্ডার ২৭ বছরের সংসারে তিন সন্তান। তাঁরা দুজন ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য সংস্থার কো-চেয়ার এবং ট্রাস্টি।

গেটস পরিবার। (বাঁ থেকে) বিল, জেনিফার ক্যাথেরিন, রোরি জন, ফিবি অ্যাডেলে এবং মেলিন্ডা গেটস
গেটস পরিবার। (বাঁ থেকে) বিল, জেনিফার ক্যাথেরিন, রোরি জন, ফিবি অ্যাডেলে এবং মেলিন্ডা গেটসইনস্টাগ্রাম থেকে
গত বছর সেপ্টেম্বরে ১৮ হয় ফিবি অ্যাডেল গেটসের। বড় দুই সন্তানের মধ্যে জেনিফারের বয়স ২৫ আর রোরির ২১ বছর।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে বিল গেটস এখন বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তাঁর নিট সম্পদের পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। বাবার সম্পদ অঢেল হলেও তিন সন্তানের প্রত্যেকে কেবল এক কোটি ডলার করে পাবে। বাকি সম্পদ চলে যাবে বিল-মেলিন্ডার ট্রাস্টে।

সূত্র: পিপল ও বিজনেস ইনসাইডার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি