Warning: Creating default object from empty value in /home/jatioart/public_html/wp-content/themes/NewsFreash/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
‘জঙ্গি, সন্ত্রাস, মাদক নির্মূলে আমরা সফল’: আসাদুজ্জামান খান কামাল – দৈনিক জাতীয় অর্থনীতি
  1. bdweb24@gmail.com : admin :
  2. arthonite@gmail.com : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপজেলা নির্বাচন মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী কেউ মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোয় যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে : রাষ্ট্রপতি জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে বিএনপিকে কাদেরের চ্যালেঞ্জ শেখ হাসিনা দেশ পরিচালনায় মসৃণভাবে এগিয়ে যাচ্ছেন : মার্কিন থিঙ্ক-ট্যাঙ্ক বছর ঘুরে আবারও এলো পহেলা বৈশাখ ফিলিস্তিনসহ সকল দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত যশোরে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দাম বেশি রাখার অভিযোগ

‘জঙ্গি, সন্ত্রাস, মাদক নির্মূলে আমরা সফল’: আসাদুজ্জামান খান কামাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ২৫১ বার দেখা হয়েছে

কক্সবাজার :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, জঙ্গি, সন্ত্রাস, মাদক নির্মূলে আমরা সফল। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ।
তিনি বলেন, যে চরমপন্থীদের ভয়ে মানুষ দরজা বন্ধ রেখে থাকতো তারা আজ আত্মসমর্পণ করে শান্তির পথে ফিরেছে। মহেশখালী, কুতুবদিয়ার জলদস্যুরা এখন স্বাভাবিক জীবন যাপন করছে। সরকারের শক্ত ভূমিকায় সারাদেশে শান্তির সুবাতাস বইছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে দেয়া সংবর্ধনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আগামির দেশে তোমরাই নেতৃত্ব দেবে। তোমাদের জন্য অনেক সম্ভাবনা অপেক্ষা করছে। কোনভাবেই মাদকের সাথে নিজেকে জড়াবে না। মাথায় মাদক ঢুকলে সব শেষ।
তিনি বলেন, বায়তুশ শরফ মহীরুহে আবির্ভূত হোক। সমৃদ্ধ হোক প্রতিষ্ঠানটি। স্বচক্ষে দেখে প্রতিষ্ঠানটির অবস্থান স্পষ্ট হলাম।

আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি ও বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় মন্ত্রী বলেন, কক্সবাজারের সব উন্নয়নের হাব হচ্ছে। এমন কাজ হচ্ছে, আগামী ৫ বছর পরে মাতারবাড়িকে চেনা যাবে না।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব এমএম সিরাজুল ইসলাম।তিনি স্কুলের শিক্ষা কার্যক্রম, শিক্ষার মান ও আগামির কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, চট্টগ্রাম বিভাগীয় পুলিশের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।

বায়তুশ শরফ আনজুমনে নওজুয়ানের সভাপতি সাংবাদিক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর হাতে একাডেমির জন্য বাসের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি আসাদুজ্জামান খান কামাল এমপি।

সংবর্ধনা সভায় কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস, আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক ছৈয়দ করিম, সহকারি প্রধান শিক্ষক মোঃ তৈয়ব ও আবদুল মালেক কুতুবি, স্কুলের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তার আগে মন্ত্রী স্কুলের আঙিনা পরিদর্শন, একাডেমিক ভবন ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের প্রকাশিত দেওয়ালিকা উদ্বোধন করেন।আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি ও বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী সমাপনী বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা সভা সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি