1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ ভাবে জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির আয়োজনে অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ নভেম্বর-২০২৪ শনিবার সকাল ১০ টার সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে দীর্ঘ ৪৩ বছর থেকে সাংবাদিকদের অধিকার আদায়ের সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সভাপতি নুরুল হোসাইন’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সংঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান টেকনাফ উপজেলা কমিটির নেতৃবৃন্দরা।

সভার শুরুতে টেকনাফ উপজেলা কমিটি ঘোষনার পর সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের উদ্বোধক জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা,ঢাকা কেন্দ্রীয় কমিটি সদস্য কামাল হোসেন আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় সাংবাদিক সংস্থা, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন,দৈনিক পাঞ্জারীর পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের কেন্দ্র কমিটির নির্বাহী সদস্য তালুকদার রুমী, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি সহ-সভাপতি ও ইনকিলাব উখিয়া প্রতিনিধি আয়াজ রবি,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুন তানিয়া, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আজিজ উল্লাহ আজিজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সহ-সভাপতি ফরিদ আহমদ বাবুল, সহ-সম্পাদক মোঃ শহীদুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম,অর্থ সম্পাদক জসিম উদ্দিন ইমন,সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহমদ,নির্বাহী সদস্য ফরহাদ রহমান, সদস্য আনোয়ার কামাল।

এসময় উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর আজিজ,অর্থ সম্পাদক নুরুল আবছার, সদস্য মোঃ সাদ্দাম হোসাইন,সদস্য ওহিদুল মোস্তফা ও জয়নাল আবেদনীসহ প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধক কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী বক্তব্যে বলেন,সমাজে ঘটে যাওয়া সব ঘটনার সংবাদ আপনারা লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেন। সাংবাদিকদের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। সে পবিত্র কলম যেন সমস্ত দুর্নীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যথাযথ লেখনীর মাধ্যমে দূর করতে পারে সে কামনা করব।

প্রধান অতিথি জাতীয় সাংবাদিক সংস্থা,ঢাকা কেন্দ্রীয় কমিটি সদস্য কামাল হোসেন আজাদ বক্তব্যে বলেন,
প্রকৃত সংবাদকর্মীরাই পারে সত্য ও সুন্দর বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে। তাই জাতীয় সাংবাদিক সংস্থার পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে আজকের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সফল করে তোলার আহবান জানান।

জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির ১৭ বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক।
তারা হলেন,সভাপতি নুরুল হোসাইন,সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজ উল্লাহ আজিজ,সহ-সভাপতি ফরিদ আহমদ বাবুল,সাধারন সম্পাদক মিজানুর রহমান,সহ-সম্পাদক মোঃ শহীদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর আজিজ,অর্থ সম্পাদক নুরুল আবছার,প্রচার সম্পাদক জসিম উদ্দিন ইমন,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম,সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহমেদ,ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসাইন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার কামাল,নির্বাহী সদস্য ফরহাদ রহমান,রহমত উল্লাহ,ইমান হোসাইন,সদস্য ওহীদুল মোস্তফা ও জয়নাল আবেদীন।

পরিশেষে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পাঠ করেন খতীব মুঃ সাঈদ আলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি