1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক

ঝিনাইগাতীতে ২৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী

আরএম সেলিম শাহী
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
শেরপুরঃ
শেরপুরের ঝিনাইগাতীতে বেকার ও দুস্থ ২৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার যিদনী মডেল স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অফ ঝিনাইগাতী’র উদ্যোগে এসব বিতরণ করা হয়। এতে আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তা খাদ্যসামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তৈল, আলু, পিঁয়াজ, লবণ, মুড়ি ও চিনি। পরে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ, প্রচার সম্পাদক মুজিবর রহমান, বণিক সমিতির সভাপতি মুখলেছুর রহমান খান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির, সংগঠনের প্রশাসনিক এডমিন মোশারফ হোসাইন।
খাদ্যসামগ্রী পেয়ে রামেরকুড়া এলাকার আলী বলেন, ‘আমরা খুব কষ্টে ছিলাম এতদিন। লকডাউনের মধ্যে আমি গাড়ী নিয়ে বের হতে পারিনি। খুব কষ্ট করে দিন চলছে আমাদের। কেউ আমাদের সহযোগিতা করেনি। এখন ক’দিন ঠিক মতো খেতে পারবো।’
ওই এলাকার আরেক বাসিন্দা আমেছা বেগম বলেন, ‘বাপু কি আর কমু দুঃখের কথা। সরকার সব বন্ধ করে লকডাউন দিছে কিন্তু আমাদের জন্য কোন ব্যবস্থা করেনি। বিভিন্নজনের কাছে চাল চেয়ে রান্না করে খেয়েছি। টিএনও সাহেবও চাল, ডাল কিছুই দেইনি। আপনারা দিলেন খুব উপকার হলো আমাদের। আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুন।’
ঘোষগাঁও এলাকার বাসিন্দা লাল মিয়া বলেন, ‘অনেক কিছু পেয়েছি। এখন আরামে কয়দিন খেতে পারবো। আল্লাহ রহম এখন আর কোন কষ্ট হবে না। আপনাদের মতো ঝিনাইগাতীতে আরও মানুষ দরকার, তাহলে মানুষ আর কষ্টে থাকবে না। আমরা শুনলাম কোন বিদেশি নাকি আমাদের এসব খাবার দিছে আমরা মন থেকে দোয়া করি, আল্লাহ যেনো তাকে সুখি করে।’
ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘আমাদের এ সংগঠনটি বাল্যবিবাহ এবং সমাজের গরীব, দুস্থ,  অসহায় পরিবার ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় ড. জাফর ইকবাল ভাইয়ের অর্থায়নে আমরা আজ এসব বিতরণ করতে পেরেছি। আমরা বিশ্বাস করি আমাদের মতো বিভিন্ন সংগঠন ও বিত্তবানরা যদি সমাজের অসহায় মানুষের মাঝে এগিয়ে আসে তাহলে লকডাউনে মানুষ আর কষ্টে থাকবে না।
তিনি আরও বলেন, করোনার প্রথম ধাপে আমরা হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছি। এছাড়া শিক্ষার্থীদের ভর্তির টাকা জোগার করে দিয়েছি আমাদের ‘ভয়েস অফ ঝিনাইগাতী’র ফেসবুক গ্রুপ থেকে। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত মানুষকে সহযোগিতা করার।’
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘খুব ভালো একটি উদ্যোগ নিয়ে ‘ভয়েস অফ ঝিনাইগাতী’। আমিও তাদের সাথে ব্যক্তিগতভাবে কাজ করার চেষ্টা করবো। কারণ সবাই যদি এগিয়ে আসে তাহলে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাগব হবে। এজন্য বিভিন্ন সংগঠন ও সমাজের বৃত্তবানরা এগিয়ে আসার দরকার।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি