1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও ‘পাগলুর’ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ট্রাক ও স্থানীয়ভাবে তৈরি তিন চাকার ডিজেলচালিত একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত দুইজন হলেন- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যানপাড়া গ্রামের বাসিন্দা দিনা রাম রায়ের ছেলে জয়ন্ত রায় (২৯) ও একই উপজেলার মধুপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আরফান (২৩)।

আহত চারজন হলেন- একই উপজেলার নাহিড়ী এলাকার নাছির উদ্দীনের মেয়ে মহসিনা বেগম (৪৫), একই এলাকার আব্বাস আলীর মেয়ে আসিয়া জান্নাত (৩), জেলার পীরগঞ্জ উপজেলার জামাইবাড়ি এলাকার জসিম উদ্দিনের স্ত্রী আকলিমা (২২) ও সদর উপজেলার মহুবাসি গ্রামের মৃত মমতাজের ছেলে মুরাদ (২৪)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ঠাকুরগাঁও সদর থানা ওসি শহিদুর রহমান বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা থেকে আলু বোঝাই একটি ট্রাকটি দ্রুত গতিতে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। আর পাগলু নামে পরিচিত স্থায়ীভাবে তৈরি তিন চাকার গাড়িটি বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিল। রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় ট্রাক ও পাগলুর মুখোমুখি সংঘর্ষ হয়৷

ওসি বলেন, দুর্ঘটনাস্থলেই পাগলুর যাত্রী জয়ন্ত রায় মারা যান। আর পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন হতাহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে মারা যান আরফান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন আহতদের মধ্যে মধ্যে শিশু আসিয়ার অবস্থা গুরুতর।

ওসি শহিদুর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি