প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে ডিভোর্স হয়েছে সংগীতশিল্পী এস আই টুটুলর। বিচ্ছেদের ১ বছরের মাথায় যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে ঘর বাঁধলেন এই গায়ক।
বিয়ে প্রসঙ্গে টুটুল বলেন, “নিউইয়র্কে কনসার্টসহ নানান কাজেই আমার যাতায়াত। সেখানে আরটিভির ‘বাংলা গায়েন’ রিয়্যালিটি শো থেকেই সোনিয়ার সঙ্গে পরিচয়। দুইজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড তাই বিয়ের সিদ্ধান্ত নিই। ”
তিনি আরো জানান, ৫ বছর তানিয়ার সঙ্গে আলাদা থাকার পর ২০২১ সালে তাদের অফিসিয়াল ডিভোর্স হয়।
শারমিন সিরাজ সোনিয়া বাংলাদেশের একাধিক মিডিয়ায় কাজ করেছেন উপস্থাপিকা হিসেবে। তিনি বেশ কয়েক বছর ধরে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে উপস্থাপনার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করছেন। টুটুলের সঙ্গে এটি তারও দ্বিতীয় বিয়ে।
শারমিন জানান, তিনি ১২ বছর ধরে একা ছিলেন। তিনি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলেন। তাই টুটুলের প্রস্তাবে রাজি হয়ে বিয়ের সিদ্ধান্ত নেন। মুসলিম রীতিতে তাদের আক্দ সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে তানিয়া আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘খবরটি আমিও শুনেছি। ও (টুটুল) ভালো থাকুক। তার জন্য শুভকামনা রইলো। সে যদি ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি। তার জন্য দোয়া রইল। ’
নিজেদের বিচ্ছেদ কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে গানের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো আমাদের দূরত্ব হয়েছে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে তো আর সব বলার কিছু নাই। ’
১৯৯৯ সালে ঘর বাঁধেন এস আই টুটুল ও তানিয়া আহমেদ। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত ৫ বছর আলাদা থাকার পর ২০২১ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে।