1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

দৌলতপুরের নবাগত ইউএনওর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

শাহীন আলম বিশেষ সংবাদদাতা: কুষ্টিয়া  দৌলতপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আব্দুল হাই সিদ্দিকী।বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম সাচ্চুর নেতৃত্বে প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী,দৌলতপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন ।

এসময়  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী দায়িত্বগ্রহণের পর এক ইতিবাচক বক্তব্যে বলেন, “আমার লক্ষ্য হচ্ছে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। প্রশাসনের সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি, হয়রানি এবং অব্যবস্থাপনা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো। জনগণের স্বার্থে যে কোনো ধরনের কাজ করতে আমি সর্বদা প্রস্তুত। এছাড়া শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, এবং অবকাঠামো উন্নয়নে স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। সবার জন্য সমান সুযোগ এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা আমার অন্যতম প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “জনগণের আস্থা অর্জনের জন্য আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবো এবং সবার পরামর্শকে গুরুত্ব দিয়ে এলাকাবাসীর সাথে মিলিতভাবে কাজ করবো।”

এ ধরনের ইতিবাচক মনোভাব এবং পরিকল্পনা উপজেলা তথা সমগ্র এলাকাবাসীর জন্য এক নতুন আশার সঞ্চার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি