1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২১ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রসাশনের মাস্ক ও জনসচেতনায় স্টিকার বিতরন

একেএম কামাল উদ্দিন টগর
  • আপডেট : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৯৬ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ-করোনার দ্বিতীয় ধাপের সংক্রমন প্রতিরোধে নওগাঁর মাঠে নেমেছে আত্রাই উপজেলা প্রসাশন। সরকার ঘোষিত 18 দফা বাস্তবায়নে নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে।  রোববার(25 এপ্রিল)উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের নেতৃত্বে উপজেলারহাট-বাজার, শপিংমল,ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাটারিচালিত অটো রিস্কা, সিএনজি ষ্টান্ড অবস্থান নিয়ে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিটি ব্যাটারিচালিত অটো রিস্কা, সিএনজি ও ব্যবসা প্রতিষ্ঠানে নিজ হাতে গাড়ীতে ও দোকান গুলোতে“সচেতন হই,স্বাস্থ্য বিধি মেনে চলি, মাস্ক পরিধান করুন,সেবা নিন,মাস্ক পরিধান করুন যাত্রী সেবা নিন,অনুরোধক্রমেঃ-উপজেলা নিবাহী অফিসার,আত্রাই নওগাঁ সম্বোলিত স্টিকার ও মাস্ক বিতরন করা হয়।এসময় ব্যাটারি চালিত অটো গাড়ী, সিএনজিরযাত্রীদের সামাজিক দূরত্ব মানতে উদ্বুদ্ধ হওয়ার পরামশ দেওয়ার পাশাপাশিব্যাটারি চালিত অটো গাড়ী, সিএনজি গুলোতে করোনা সচেতনতামূলক লিফলেট, মাস্ক বিতরণ এবং স্টিকার লাগানো হয়।এর আগে গত21 মাচ করোনার দ্বিতীয় দফা সংক্রমন ঠেকাতে মাঠ পযায়ে কাজ শুরু করেছে নওগাঁর আত্রাই উপজেলা প্রসাশন।উপজেলা প্রশাসনের সমন্বিত দল বিভিন্ন যানবাহন ষ্টান্ড,বিভিন্ন মার্কেট, হাট-বাজার,স্টেশন বাজার,কাঁচা বাজার,বিভিন্ন রাস্তার মোড়সহ একাধিক পয়েন্টে নিরলস ভাবে কাজ করেছে।

এ প্রসঙ্গে উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুলইসলাম বলেন, দ্বিতীয় ধাপে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে 18 দফা বাস্তবায়নের নিদেশনা রয়েছে।সেই লক্ষেউপজেলা প্রশাসন কাজ করছে।শুধু আত্রাই উপজেলাসদর নয়,উপজেলার আটটি ইউনিয়নে একই ভাবে কাজ করছে। এ ছাড়াও সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকতাদের নিয়ে করোনা প্রতিরোধে ভারচ্যুয়ালের মাধ্যমে আলোচনা সভাও করা হয়েছে। এ সময় উপজেলা নিবাহী অফিসার এর সঙ্গে করোনা প্রতিরোধে অংশ নেন সহকারী কমিশনার ভূমি আত্রাই মোঃমন্জুরুল আলম, আত্রাই থানা অফিসার ইনচাজ মোঃআবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই বণিকও মালিক সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী,সাধারণ সম্পাদক মোরমেদ আলম পল্টু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন,ব্যাটারিচালিত অটো রিস্কা, সিএনজি ষ্টান্ডএর চেইন মাষ্টার মোঃ হাসান আলী,ব্যবসায়ী শ্রী সঞ্জয় কুমার দাস সহ উপজেলার প্রশাসনের একাধীক কর্মকতাগন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি