Warning: Creating default object from empty value in /home/jatioart/public_html/wp-content/themes/NewsFreash/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
নানা সমস্যার কবলে ০৭ নং চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ – দৈনিক জাতীয় অর্থনীতি
  1. bdweb24@gmail.com : admin :
  2. arthonite@gmail.com : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

নানা সমস্যার কবলে ০৭ নং চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ

গাজী আনোয়ার
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৫০৭ বার দেখা হয়েছে
যশোর প্রদতনিধি: ০৭ নং চুড়ামণকাটি ইউনিয়নটি যশোর থেকে এর দুরত্ব  ৮ কি: মি । ইউনিয়নটির জন্ম ১৯৩৫ সাল । জন্ম লগ্ন থেকেই জরাজির্ণ অবস্তায় কালের স্বাক্ষি হয়ে আজ পর্যন্ত দাড়িয়ে আছে । ডিজিটাল যুগে আজও নতুনের ছোয়া লাগেনি ।
সরকারের অবকাঠামো উন্নয়নে জনগণের সেবা প্রদান কই কক্ষে জনগণের কাজ করতে হয় চেয়ারম্যান , সচিব ও অন্যান্য কর্মকর্তা দের কে । ইউনিয়ন ডিজিটাল সেন্টার টি হাঁটি হাঁটি পা পা করে সকল সেবা জনগণের দোড় গোঁডায় পৌঁছে দেওয়ার জন্য বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান ( মুন্না ) ও জনপ্রতিনিধিরা রাতদিন কাজ করে যাচ্ছেন ।
১৯ টি গ্রাম নিয়েই চুড়ামণ কাটি ইউনিয়ন । মাননীয় প্রধান মন্ত্রীর স্বপ্নের বাস্ত বায়নের জনই তিনি রাতদিন কাজ করে যাচ্ছেন ।অপরদিকে এলাকা সূত্রে জানা যায় , চেয়ার ম্যান আব্দুল মান্নান মহামারী লকডাউনে ইউনিয়নবাসীর পাশে দাডিয়ে  চাল ডাল খাবার সামগ্রী বিতরণ করছেন । ঠিক সেই সময় কিছু জনপ্রতিনিধিগণ  অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন বলে এলাকা সুত্রে জানা যায় । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশ কয়েকজন জাতীয় অর্থনীতিকে বলেন , ৩ নং ওয়ার্ডের মেম্বর গোলাম মোস্তফার বিরুদ্ধে ৮ টি হত্যা মামলাসহ ৬ ডজন মামলা আছে । ০৪ নং ওয়ার্ডের মেম্বর সিরাজুল ইসলাম ফেনসিডিল সহ আটক হয়ে বহুবার হাজত বাস করেছেন । এছাড়া নারী কেলেংকারীতেও তার নাম যুক্ত আছে বলে এলাকার জনগন যানান । ০৬ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান আন্তর জাতিক  কায়দায় জুয়ার  বোর্ড চালিয়ে আসছেন , বর্তমানেও অব্যাহত আছে । ০৭ নং ওয়ার্ডের মেম্বর আনিচুর এর বিরুদ্ধে আছে নানাবিধ অভিযোগ । এলাকার ভাতা ভোগীদের কাছ থেকে অর্থ গ্রহন সহ নানা অভিযোগ উঠেছে ।
আরোও নানা সমস্যার কবলে ০৭ নং চুড়ামণকাটি ইউনিয়ন পরিষদটি ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি