মোঃ আরিফুল ইসলাম মুরাদ, নেএকোনা জেলা প্রতিনিধিঃ
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুব জমিয়ত কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে
যুব জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল আজ ২৫ রমজান মোতাবেক ২৬ মার্চ ২০২৫ রোজ বুধবার স্থানীয় সালতি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি তাহের কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা ইউনুস সাহেব, জেলা জমিয়তের সহ-সভাপতি, মাওলানা কামাল উদ্দিন খান সহ-সভাপতি হাফেজ আবুল কাশেম, সহ-সভাপতি আব্দুল হাদী ফরাজী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান ফারুকী, জেলা প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আমিনুল হক সিদ্দিকী, মাওলানা মুফতি তরিকুল ইসলাম, হাফেজ মাওলানা আসাদুজ্জামান আকন্দ, বারহাট্টা উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আরমান হোসেন আল বাকি প্রমুখ।
অনুষ্ঠানে মুফতি মো: রবিউল্লাহ কে সভাপতি, জনাব আবু রায়হানকে সাধারণ সম্পাদক ও মাওলানা কাউসার আহমেদ কে সাংগঠনিক সম্পাদক করে
নেত্রকোণা পৌর যুব জমিয়তের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি তাহের কাসেমী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুব জমিয়ত কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রার নামে দেশকে পৌত্তলিকতার দিকে ধাবিত করতে চায় যারা তাদেরকে এদেশের তৌহিদী জনতা ক্ষমা করবেনা।
উল্লেখ্যযে, আগামী ৩ রা এপ্রিল নেত্রকোনা জেলা যুব
ও ছাত্র জমিয়তের সকল উপজেলা ও জেলার
দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।