1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

পাওনা পরিশোধের দাবিতে নরসিংদীতে অস্থায়ী শ্রমিকদের অবস্থান কর্মসূচি

মো: খায়রুল ইসিলাম
  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১

নরসিংদী প্রতিনিধিঃ  অস্থায়ী/বদলি শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ৯ দফা দাবিতে নরসিংদীর ইউএমসি জুটমিলের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে জুট মিলের অস্থায়ী ও বদলি শ্রমিকরা। লোকসানের জন্য ২০২০ সালের ৭ জুলাই নরসিংদীর ইউএমসি জুটমিলসহ বাংলাদেশের সকল রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করে সরকার। বন্ধ ঘোষণার পর স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের বকেয়া বেতনসহ সকল পাওনা সেপ্টেম্বর ২০২০ সালের মধ্যে পরিশোধ করার প্রতিশ্র“তি দেন শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়। ইউএমসি জুট মিলে স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ৬ হাজার শ্রমিক কর্মরত ছিল। তার মধ্যে স্থায়ী ৩ হাজার শ্রমিকদেরকে ১৬০ কোটি টাকা ব্যাংকের মাধ্যমে নগদ প্রদান ও ১৪০ কোটি টাকা মূল্যের সঞ্চয় পত্রের মাধ্যমে পরিশোধ করে শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু অস্থায়ী/বদলি প্রায় ৩ হাজার শ্রমিকদের ২১ কোটি ১৭ লক্ষ টাকা বকেয়া রয়েছে যা পরিশোধ করেনি তারা। বারবার আশ্বাস দিয়েও বকেয়া বেতনসহ পাওনা পরিশোধ না করায় আজ সোমবার ৮ মার্চ সকাল ১১টা থেকে ৯ দফা দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন নরসিংদীর ইউএমসির স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা।
তাদের ৯ দফা দাবি গুলো হলো-
১. বদলি শ্রমিকদের এরিয়া বিল।
২. শ্রমিকদের ২০১৯ সালের ৫ সপ্তাহের বকেয়া বিল পরিশোধ।
৩. গত ০৪/০১/২০২১ তারিখে শ্রম ও কল্যাণ বিভাগীয় প্রধানের বিজ্ঞপ্তি মোতাবেক শ্রমিকদের পাওনা পরিশোধ।
৪. মৃত শ্রমিকদের মৃতদাবি বিলসহ যাবতীয় পাওনা পরিশোধ।
৫. মামলাকৃত শ্রমিকদের পাওনা পরিশোধ।
৬. সমস্ত শ্রমিকদের চূড়ান্ত হিসাব প্রদান।
৭. ১ জুলাই ২০ তারিখে অবসায়ন শ্রমিকদের চিঠি/সার্ভিস বই প্রদান।
৮. ১ জুলাই ২০ তারিখ হতে ঘোষিত ২০% মহার্ঘ্য ভাতার বকেয়া বিল প্রদান।
৯. প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কর্তৃক নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে যে সমস্ত শ্রমিকদের নাম অন্যান্য সংশোধনের মাধ্যমে এফিডেভিট করে সোনালী ব্যাংকের সঞ্চয় পত্র ফরম পূরণ করা হয়েছে তাদের টাকা পরিশোধ করা।
এ বিষয়ে সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা বলেন, অস্থায়ী/বদলি প্রায় ৩ হাজার শ্রমিকদের ২১ কোটি ১৭ লক্ষ টাকা বকেয়া রয়েছে যা দ্রুত পরিশোধ করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি