1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

পয়মন্ত বছরে কারিনা

নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

প্রায় দুই যুগ ধরে বলিউডে রাজত্ব করছেন হিটতকমা নামের সঙ্গে জুড়ে যাওয়া এ তারকা কারিনা কাপুর। শুধু সিনেমায়ই নয়, বিজ্ঞাপনের মডেলিংয়েও এক জ্বলজ্বলে অবস্থান তৈরি করেছেন তিনি।

জে.পি. দত্ত পরিচালিত হিট সিনেমা রিফিউজি দিয়ে ২০০০ সালে অভিষিক্ত তারকার নামের পাশে রয়েছে বেশ কয়েকটি সুপারহিট সিনেমাও। করন জোহরের কাভি খুশি কাভি গাম তার প্রথম সুপারহিট সিনেমা। এ তালিকায় আরও রয়েছে প্রিয়দর্শন পরিচালিত হালচাল, ফারহান আক্তার পরিচালিত ডন, রাজকুমার হিরানি’র থ্রি ইডিয়টস, রোহিত শেঠি পরিচালিত গোলমাল থ্রি প্রভৃতি। গত এক দশকে কারিনার ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত সিনেমা কবির খান পরিচালিত বাজরাঙ্গি ভাইজান। কিছু সিনেমা ফ্লপ গেলেও ২০১৮ সালে শশাংক ঘোষ পরিচালিত ভির দ্য ওয়েডিং, ২০১৯ সালে রাজ মেহ্তা পরিচালিত গুড নিউজ ভালো ব্যবসা করেছিল। ঘুরে ফিরে আবার হিটের তালিকায় থাকেনই এ তারকা।

সেই ধারাবাহিকতায় চলতি বছরটিও কারিনা কাপুরের জন্য হতে পারে পয়মন্ত। এ বছর কমপক্ষে ৩টি সিনেমা মুক্তি পাবে এই বলিউড তারকার। তিনটি সিনেমাই তাকে নিয়ে আসতে পারে আলোচনায়। রাজেশ ক্রিশনান পরিচালিত ড্রামাবেইজ্ড সিনেমা ‘দ্য ক্রু’ মুক্তি পাবে ২২ মার্চ। এ সিনেমার জেসমিন রানা চরিত্রটি রূপায়ণ করেছেন তিনি। অভিনয়ে তার সঙ্গে আরও রয়েছেন কৃতি শ্যানন, টাবু, কপিল শর্মা প্রমুখ। সম্ভাব্য হিসাবে বলা যায় এ বছর তার সবচেয়ে আলোচিত সিনেমা হতে পারে রোহিত শেঠি পরিচালিত ‘সিংঘাম এগেইন’। এ সিনেমা নিয়ে মাতামাতি তো গত বছর থেকেই। এতে অজয় দেবগনের বিপরীতে অবনি কামাত সিংঘাম চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সঙ্গে আরও অভিনয় করেছেন দিপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, রনবির সিং। অ্যাকশন ড্রামাবেইজ্ড সিনেমাটি মুক্তি পাবে ১৫ আগস্ট।

কারিনার ক্যারিয়ারের শুরুর দিকে সবচেয়ে আলোচিত সিনেমাটি উপহার দিয়েছিলেন করন জোহর। তারই পরিচালনায় এ বছর কারিনা অভিনীত আরেকটি সিনেমা তখ্ত মুক্তি পাবে ১১ আগস্ট। অ্যাকশন, ড্রামা ও ইতিহাসনির্ভর এ সিনেমায় আরও অভিনয় করেছেন রনবির সিং, আলিয়া ভাট প্রমুখ।

সিনেমা ক্যারিয়ারের মতো পারিবারিক জীবনেও বেশ সুখে আছেন কারিনা কাপুর। ২০১২ সালের ১৬ অক্টোবর অভিনয় তারকা সাইফ আলী খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। অনেকটা বিনা ঝঞ্ঝাটে প্রায় এক যুগ পার করা সাংসারিক জীবনে দুই সন্তানের জননী ৪৩ বছরের কারিনা।

বিয়ের আগে বেশ কয়েকটি সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন সাইফ-কারিনা। এগুলোর মধ্যে রয়েছে- ওমকারা, তাশান, রোডসাইড রোমিও, কুরবান, এজেন্ট বিনোদ। সর্বশেষ সিনেমাটি নির্মিত হয়েছিল ২০১২ সালে। এরপর আর কোনো সিনেমায় জুটিবদ্ধ হননি তারা। আশ্চর্যের বিষয় হচ্ছে, এ জুটির কোনো সিনেমাই বক্সঅফিসে হিট করেনি। এমনকি তাদের কোনো সিনেমা মুখথুবড়েও পড়েনি বক্সঅফিসে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি