1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

ফিক্সিং চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ৩ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা ক্যারিবিয়ান তারকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩

ফিক্সিং চেষ্টার অভিযোগে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাসকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তার বিরুদ্ধে লঙ্কা প্রিমিয়ার লিগ, আবুধাবি টি-১০ এবং ক্যারিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর প্রস্তাবের বিষয়ে আইসিসির দুর্নীতি দমক ইউনিটকে (আকসু) কিছু না জানানোর অভিযোগ উঠেছে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডেভন থমাস। তবে নিষেধাজ্ঞা পাওয়ায় সেই সিরিজে তিনি খেলতে পারবেন না। আইসিসি তাকে ১৪ দিনের মধ্যে অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শাতে বলেছে।
আইসিসি বিবৃতি দিয়ে বলেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পক্ষ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাবের প্রেক্ষিতে যথাযথ তথ্য না দেয়ায় এবং তদন্তে সহায়তা না করায় ডেভন থমাসকে সাময়িক নিষিদ্ধ করা হচ্ছে।’
তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি বিরোধী সাতটি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। লঙ্কান লিগে ২.১.১ ধারা লঙ্ঘন করেছেন। যেখানে- ফিক্সিংয়ের চুক্তি করা, চেষ্টা করা বা কাউকে প্রভাবিত করার কথা বলা হয়েছে। ২.৪.৪ ধারায় ফিক্সিংয়ের প্রস্তাবের বিষয়ে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার কথা বলা হয়েছে। ২.৪.৬ ধারায় তদন্তে অসযোহিতা করেছেন এবং ২.৪.৭ ধারায় তদন্তে বাধা বা তথ্য দিতে দেরি করার কথা বলা হয়েছে।
আরব আমিরাত বোর্ড ২.৪.৪ ধারায় ম্যাচ পাতানোর প্রস্তাবের বিষয়ে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার কথা বলেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২.৪.৪ ধারায় ম্যাচ পাতানোর প্রস্তাবের বিষয়ে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার কথা বলেছে এবং ২.৪.২ ধারায় ম্যাচ পাতাতে সম্মত হয়ে অর্থ, উপহার বা বাড়তি সুবিধা নেয়ার বিষয়ে তথ্য দেরি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি