1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে যা বললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২০৩ বার দেখা হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ১১ দিন ধরে চলা ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত কমপক্ষে ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জন শিশু ও ৩৮ জন নারী রয়েছেন। এ নিয়ে বিভিন্ন দেশের নিন্দা ও ক্ষোভ প্রকাশের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় হামলা চালানো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

এতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা তীব্র নিন্দা করছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তিনি ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েল যে ধরনের আচরণ করছে, সেটা বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন। বুধবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট সিরিল এ কথা বলেন।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা নিজেদের নিয়ন্ত্রণের অধিকার নিজেদের হাতে রাখতে চায়। নিজস্ব একটা রাষ্ট্র চায় তারা। সবচেয়ে বড় কথা, তারা পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করতে চায়। নিজেদের চলাফেরায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটা তারা চায়। কিন্তু ফিলিস্তিনিদের অধিকার যেভাবে হরণ করে আসছে ইসরায়েলিরা, যেভাবে গাজায় বোমা ফেলছে, সে ঘটনার জেরে ইসরায়েলকে সহজেই ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা যায়।
সূত্র : আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি