1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

বন্দুকধারীর টার্গেটে ছিল বিদেশিরা: ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল শুক্রবার বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ‘৬৯ বছর বয়সী বন্দুকধারী ইচ্ছাকৃতভাবে বিদেশিদের টার্গেট গুলি ছুড়েছেন।’ বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল সকালে প্যারিসে কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এবং একটি হেয়ারড্রেসিং সেলুনে এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীর বিস্তারিত পরিচয় অনুসন্ধান করা হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন সাংবাদিকদের বলেছেন, ‘হামলাকারী একজন অবসরপ্রাপ্ত ট্রেন চালক বলে জানা গেছে। তিনি স্পষ্টভাবে বিদেশিদের লক্ষ্যবস্তু করছিলেন। তবে তিনি কুর্দিদের হত্যা করার উদ্দেশ্যেই গুলি চালিয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়।’
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারীর বয়স আনুমানিক ৬৯। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করেছে পুলিশ এবং হামলায় ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি ৭-৮ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অপর একজন দোকানি বলেন, ‘সবাই আতঙ্কিত হয়ে পড়েন। আমরা দোকান বন্ধ করে ফেলি।’
আইনজীবীরা জানান, তাঁরা ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি