নাসীর উদ্দিন : পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যবিত্তদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে সিলেট সহ সারাদেশব্যাপী বিভিন্ন জায়গায় মধ্যবিত্তদের মুখের হাসি ফুটানোর লক্ষ্যে আর্থিক অনুদান ও ঈদের উপহার স্বরূপ বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ ই মার্চ) দুপুরে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে এ আর্থিক অনুদান ও ঈদবস্ত্র বিতরণ করা হয়।
শুরুতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থারত প্রবাসী ও বাংলাদেশী সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও মোনাজাত করেন পিঠাকরা জামে মসজিদ এয়ারপোর্ট, সিলেট এর ইমাম ও খতিব মাওলানা ওলীউর রহমান খান।
সিলেটের ওসমানীনগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়ন এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সৈয়দ আব্দুল হামিদ এর উপস্থিতিতে ওসমানীনগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের তাজপুর গ্রাম সহ উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর গ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিতরন কার্যক্রম শুরু করেন।এরপর সিলেট শহরে বিভিন্ন স্থানে বিতরণ করেন বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক নাসীর উদ্দিন ও কেন্দ্রিয় প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আহবাব চৌধুরী । বিতরণ কার্যক্রমে আরোও উপস্থিত ছিলেন ছাত্রনেতা সৈয়দ আব্দুল হাদি, শেখ জুমেল, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের ওসমানীনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শ্যামল চন্দ্র বৈদ্য।
তাছাড়া সিলেটে এয়ারপোর্ট, পিঠাকরাস্থ জামেয়া মুহাম্মদিয়া ক্বাসিমুল উলূম মাদ্রাসার ছাত্রদের মাঝে বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল জলীল সাহেব, মাওলানা মুহিবুর রহমান, ক্বারী আব্দুল কাদির, ক্বারী ইমন আহমদ সহ অনেকে।
বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও কেন্দ্রিয় প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আহবাব চৌধুরী এর সার্বিক তত্বাবধানে বিতরণ কার্যক্রম চলমান। উক্ত মহতী উদ্যোগে প্রশংসা জানিয়ে অনলাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন মহোদয়, ২নং সাদিপুর ইউনিয়ন এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সৈয়দ আব্দুল হামিদ সহ প্রবাসীদের মধ্যে অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন জনাব দিলোয়ার হোসেন।
বক্তারা বলেন, অপরাধ নির্মূলের পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ দূনীতি প্রতিরোধ পরিষদ। অসহায় মানুষের পাশে থাকার ধারাবাহিকতায় মানবিক কার্যক্রমে সংগঠনের বাস্তবায়িত উদ্যাগ প্রশংসনীয়। দেশের ক্লান্তিলগ্নে এবং যেকোন প্রাকৃতিক দূর্যোগে অসহায়দের সহায়তা ও ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনে সবার আগে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ পরিষদ। বিগত শীতে দেশব্যাপী অসহায়, দরিদ্র, শীর্তাতদের শীত নিবারনে অব্যাহত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।
বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী জনাবা মোছা: আছমা খানম, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব হাবিবা বেগম ও প্রবাসী মহিনুজ জামান শাহীন, দেলোয়ার হোসেন ও এতিমুর রহমানের সার্বিক সহযোগীতায় উক্ত কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে।পরমকরুনাময় আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করে সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম।