1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৩ হাজার ৪১৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৯০৮ জন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪১ জনের।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৯৯ জন এবং মারা গেছেন ১১০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ২৮ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৬৯ জন এবং মারা গেছেন ৩৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৩৬ জন এবং মারা গেছেন ২৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৫৯ জন এবং মারা গেছেন ৩৮ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮ জন এবং মারা গেছেন ৩০ জন।

একইসময়ে, অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৫ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪৪০ জন এবং মারা গেছেন ৭৮ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৩ জন এবং মারা গেছেন ৮ জন। গ্রিসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ১৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০০ জন এবং মারা গেছেন ১৩ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৮৯ জন এবং মারা গেছেন ৬ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ১৩৪ জন এবং মারা গেছেন ৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৩৪৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯০ হাজার ৯৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ১০ লাখ ২৫ হাজার ১৮৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি