পঙ্কজ বিশ্বাস কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সুনীল বৌদ্য গতকাল বিকার ৪ টার সময়, না ফেরার দেশে পাড়ি দেন,এহ লোক থেকে পরলোকে পাড়ী জমান, পরিবারের সবাই কে মায়া ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় জানিয়ে চির নিদ্রায় চলে যান । তিনি ১৯৭১ সালে দেশকে রক্ষা করার প্রতিজ্ঞা করে, পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেন এবং স্বাধীনতা লাভ করেন। সমস্ত বীর শহী মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে একটি স্বাধীন দেশে রুপান্তর করে। সুনীল বৈদ্য জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেন। শত যন্ত্রণা, কষ্ট, নির্যাতন, সয্য করে দেশ স্বাধীন করেন।
তিনি আজ না ফেরার দেশে চলে যান। আজ শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রধান করেন, কোটালীপাড়া উপজেলার কর্মরত নবাগত এসিল্যান্ড প্রতীক দও (শুভ),ভাঙ্গারহাট নৌতদন্ত কেন্দ্রের আই, স, ইমদাত হোসেন, এস আই শহিদুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সহ, কোটালীপাড়া নেতা গন। এসময়ে তার পরিবারকে সান্তনা মুলক কথা বলেন কোটিলীপাড়ার এসিল্যান্ড প্রতীক দও( শুভ)। সর্বশেষ তার আত্মার শান্তি কামনা করে তার কৃতকার্য শুরু করা হয়।