মোঃ আরিফুল ইসলাম মুরাদ : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা ৩ রা ফেব্রুয়ারি সারাদেশে এক যোগে শুরু হয়েছে।
বোর্ডের অধীনে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় মোট ৭ টি কেন্দ্রে পরীক্ষা চলছে। তন্মধ্যে পুরুষ কেন্দ্র ২ টি এবং মহিলা কেন্দ্র ৫ টি। মোট ছাত্র ২৭৮ জন। মোট ছাত্রী ৭৪৫ জন। সর্বমোট ১০২৩ জন। কেন্দ্র গুলো হলো: জামিয়া কাসিমিয়া মোহনগঞ্জ
জামিয়া মাদানিয়া নওহাল জামিয়া সুফিয়া সুলতান মহিলা মাদরাসা জামিয়া আয়িশা সিদ্দিকা রা. মহিলা মাদরাসা মারকাযুল আমরাইন লিল বানাত,নওহাল তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসা দৌলতপুর। এ ব্যাপারে ইত্তেফাকুল উলামা মোহনগঞ্জের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী জানান, এবারের পরীক্ষায় জামিয়া কাসিমিয়া মোহনগঞ্জ ৪ প্রতিষ্ঠানের মোট ১৩১ জন ছাত্র।
জামিয়া মাদানিয়া নওহালে ১২ প্রতিষ্ঠানের মোট ১৪৭ জন ছাত্র। জামিয়া সুফিয়া সুলতান মহিলা মাদরাসায় ১০ টি প্রতিষ্ঠানের মোট ছাত্রী ১৮৯ জন। জামিয়া আয়িশা সিদ্দিকা রা. মহিলা মাদরাসায় ৮ প্রতিষ্ঠানের মোট ছাত্রী ১৯৯ জন।
মারকাযুল আমরাইন লিল বানাত,নওহালে ৫ প্রতিষ্ঠানের মোট ছাত্রী ১৩৯ জন।
মিসবাহুল জান্নাত মহিলা মাদরাসা, আদর্শ নগরে ৩ মাদরাসার ৯০ জন। এবং তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসা দৌলতপুরে ৭ প্রতিষ্ঠানের মোট ১২৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন।
তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসা কেন্দ্রের নেগরান মাওলানা সাইদুল ইসলাম জানান, সকাল ৯ ঘটিকায় একযোগে সারাদেশে পরীক্ষা শুরু হয়েছে। ৮:৩৫ মি. ঢাকার প্রধান কেন্দ্র থেকে হোয়াটসঅ্যাপ/টেলিগ্রামে প্রশ্নপত্র প্রেরণ করা হয়। এর পরে আমরা এখানেই প্রিন্ট করে প্রশ্ন বিতরণ করি।