1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ব্রাক ব্যাংক কর্মকর্তার অনিয়ম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

দুর্নীতিবাজ ব্রাক কর্মকর্তার শাস্তি চেয়ে ও সমদ্বয় সম্পত্তি মিল ফ্যাক্টারী ফিরে পাবার আশায় একান্ত আলাপ কালে মেসার্স বিশ্বাস ট্রেডার্স এন্ড ভি. আইপি রাইচ মিএবং ভিআইপি অটো ফ্লাওয়ার মিলের স্বত্ত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম বলেন , আমার বাড়ি আইলচারা বাজার , পোড়াদহ , কুষ্টিয়া সদর , আমি মেসার্স বিশ্বাস ট্রেডার্স এন্ড ভিআইপি রাইচ মিল এবং ভিআইপি অটো ফ্লাওয়ার মিল – দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী – উক্ত ব্যবসা প্রতিষ্ঠান দুইটি আইলচারা বাজার , পোড়াদাহ ,থানা ও জেলা কুষ্টিয়া সদর অবস্থিত । তিনি উপরোক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স বিশ্বাস ট্রেডার্স এন্ড ভিআইপি রাইচ মিলের নামে ঋণের আবেদন করলে ব্রাক ব্যাংক লিঃ ঢাকা কর্তৃক গত ২২-১১-২০১৮ ইং তারিখের রেফারেন্স নং CAD- Dhaka /SS /03705887/2018/0446 এর মাধ্যমে আমার ০৬ ( ছয়) একর ৫৬ ( ছাপ্পান্ন ) শতাংশ জমি ও তার উপর স্থাপিত দালান – কোঠা , মিল কারখানা ইত্যাদি মর্টগেজ রাখা সম্পত্তির ভ্যালুয়েশন ৪২,৭৬,২০,০০০/-( বিয়াল্লিশ কোটি ছিয়াত্তর লক্ষ বিশ হাজার টাকার বিপরীতে ০১/১২/২০১৯ ইং তারিখের রেফারেন্স নং – CAD Dhaka /SS/03705887/2019/0467এর মাধ্যমে ২৪,০০,০০,০০০/-( চব্বিশ কোটি টাকা ঋণ মুন্জুর করা হয় এবং ভিআইপি অটো ফ্লাওয়ার মিলের নামে ঋনের আবেদন করলে ব্রাক ব্যাংক ঢাকা কর্তৃক গত ২২-১১-২০১৮ ইং তারিখের রেফারেন্স নং- CAD Dhaka /SS/03705885/2018 /0447 এর মাধ্যমে আমার ১( এক )একর ২১.২৬ ( একুশ দশমিক ছাব্বিশ শতাংশ জমি ও তার উপর স্থাপিত দালান- কোঠা , মিল কারখানা ইত্যাদি মর্টগেজ রাখা সম্পত্তির ভ্যালুয়েশন করে ২৮,৬২,৩৭,০০০/-( আঠাইশ কোটি বাষট্টি লক্ষ সাইত্রিশ হাজার ) টাকার বিপরীতে ০১/১২/২০১৯ ইং তারিখের রেফারেন্স নং-CAD -Dhaka/SS/03705885 /2019 /0468 এর মাধ্যমে আমাকে ১৭,৪২,৪৬,০০০/-(সতের কোটি বিয়াল্লিশ লক্ষ ছিচল্লিশ হাজার ) টাকার ঋণ মুন্জুর করা হয় ॥ ঋণ গ্রহনেরপর পর হইতে ২০২২ সাল পর্যন্ত অত্র এলাকায় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসচ্ছিলাম , করোনা পরবর্তী কালে ব্যবসা মন্দা অবস্থা দেখা দিলে অনিচ্ছাকৃত বেশ কয়েকটি কিস্তির টাকা আমি দিতে। ব্যর্থ হই । এমত অবস্থায় হঠাৎ ০৫-০৯-২০২১ ইং – ব্যাংক কর্তৃপক্ষ আইনজীবির মাধ্যমে আমাকে লিগ্যাল নোটিশ প্রেরণ করে । নোটিশ প্রাপ্তির পর আমি বার বার ব্যাংকের সাথে যোগাযোগ করতে থাকি সময় বৃদ্ধি সহ ঋণ পরিশোধের জন্য ॥ কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমার সাথে কোন প্রকার সহযোগীতা না করে জামানত হিসেবে জমা রাখা CAC-1711326 CAC 1711326 নং চেকের বিপরীতে আমার নামে মোকাম ঃ বিজ্ঞ সিএম ,এম আদালত ঢাকা মামলা নং সি আর ২৮৩১/২০২১ ১৭,৪২,৪৬,০০০/-( সতের কোটি বিয়াল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকার ) মামলা রুজু করে ও ০১-০১-২০২২ ইং তারিখে জামানত হিসেবে ব্যাংকে জমা রাখা CAC-1652015 নং চেকের বিপরীতে আমার নামে মোকাম ঃ কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালত কুষ্টিয়া মিরপুর সি আর ৪২/২০২২ ২৭,৭৮,৪৬,৬৮০/-( সাতাশ কোটি আটাত্তর লক্ষ,ছেচল্লিশ হাজার ছেচল্লিশ শত আশি ) টাকার একটি মামলা রুজু করে ।যা দুইটি আদালতে চলমান রয়েছে । পরবর্তীতে ব্রাক ব্যাংক লিঃ আমাকে না জানিয়ে নিলাম আহবান করে এবং ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা বেআইনিভাবে , গোপনে ২০/০৩/২০২২ইং তারিখে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা দেখিয়ে মোঃ আব্দুর রশিদ , পিতা মৃত – হাজী ইছাহক আলী বিশ্বাসের কাছে ৭৭৮৭/২০২২ নং দলিলে ৬ ( ছয় ) একর ছাপ্পান্নশতাংশ জমি সর্বোচ্চ মুল্য মাত্র —১৩,০০,০০,০০, ০০০/-( তের কোটি টাকা) এবং ৫৭৫৯ / ২০২২ইং দলিলে ১(এক) একর ২১.২৬ ( একুশ দশমিক ছাব্বিশ ) শতাংশ জমি সর্বোচ্চ মূল্য ২০০,০০,০০০/-( দুই কোটি ) টাকা দুইটি দলিলে সর্বমোট ১৫ ,০০,০০,০০০/-পনেরো কোটি টাকায় বিক্রয় করে দেয় । যা ব্রাকব্যাংক কর্তৃক করা ভ্যালুয়েশন মূল্য ৭১,৩৮,৫৭,০০০/-( একাত্তর কোটি আটত্রিশ লক্ষ ,সাতান্ন হাজার টাকা ( চলবে)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি