1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

ভিকির ফোন চেক করেছিলেন ক্যাটরিনা, কেঁদেছিলেন বাথরুমেও!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

বলিউডের জনপ্রিয় তারকা দম্পত্তি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে বিয়ের এক বছর পেরিয়ে গেছে তাদের। এবারই প্রথম বিশ্ব ভালোবাসা দিবস পালন করছেন তারা।

সম্প্রতি বন্ধুদের সঙ্গে ভালোবাসা দিবস পালন করলেন অভিনেত্রী। বন্ধু মিনি মাথুর এবং কারিশমা কোহলির সঙ্গে মজার খেলায় অংশ নিয়েছিলেন ক্যাটরিনা। ক্যাটরিনার মেকআপ ব্র্যান্ড ‘কে বিউটি’র সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ থেকে তাদের একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

তারা ‘নেভার হ্যাভ আই এভার’ গেম-এ অংশ নিয়েছেন। খেলার নিয়ম অনুযায়ী কোনো একটি বিষয়ে স্বীকারোক্তি দিয়ে এক চামচ কেক খেতে দেখা গেছে তাদের।

প্রথম প্রশ্ন উঠতেই, ক্যাটরিনা ফাঁস করেছেন তিনি সঙ্গীর ফোন চেক করেছেন। মিনি তৎক্ষণাৎ বলে ওঠেন, ‘ভিকি (ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল) তোমার পাসওয়ার্ড পরিবর্তন করে দাও।’ কিন্তু ক্যাটরিনা তাকে বাধা দিয়ে বলেন, ‘না, যখন আমার বুদ্ধি কম ছিল তখন এসব করেছি। এখন ঘটে বুদ্ধি এসেছে। আমি কখনোই, কখনও, কখনও আর কখনও এসব করব না। কেউ ফোন খুলে আমার পাশে রাখলেও আমি তাকাব না।’ এরপরই এক চামচ কেক খেয়ে নেন ক্যাটরিনা। পরিচালক কবীর খানের স্ত্রী মিনি মাথুরও ক্যাটরিনার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হন যে এ কাজ আর কখনও করবেন না তিনিও।

জীবনের নানা অজানা কথা, ইনস্টাগ্রামের ডিএম নিয়েও কথা বলেছেন তিনজন। একই সঙ্গে ক্যাট ফাঁস করেছেন, পাবলিক বাথরুমে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন তিনি। এক প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, ‘কোনো এক দীপাবলি পার্টি ছিল সেটি।’

ক্যাটরিনাকে আগামীতে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’-এ বিজয় সেতুপতির বিপরীতে দেখা যাবে। এটি চলতি বছরের শেষে মুক্তি পাবে। এ ছাড়া সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ ছবিতেও দেখা যাবে।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে মনোযোগ দিয়েই সংসার করছেন ভিকি-ক্যাট দম্পত্তি। তাদের আজকের এই বিশেষ দিনে ভক্ত-অনুরাগীদের থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পত্তিকে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি