রাজধানীতে কিউলেক্স মশা নিধনে আগামী ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সমন্বিত অভিযান করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার সকালে গুলশানের নগর ভবনে বিভিন্ন সংস্থা, ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের মতামত সভায় এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, সবার সমন্বিত প্রচেষ্টায় মশার লার্ভা নিধন করা সম্ভব। এ সময় রাজধানীর ডোবা নালা, খাল ও লেক গুলোর যেখানে লার্ভা তৈরি হয় সেগুলো চিহ্নিত করে নিয়মিত স্প্রে করার কথা বলেন। কেউ নির্মাণাধিন ভবন পরিস্কার না করলে তাদেরকে জরিমানা করার হুঁশিয়ারিও দেন মেয়র।
এ সময় দ্রুত রাজধানীর ডোবা থেকে কচুরিপানা অপসারণ করা হবে বলেও জানান মেয়র আতিক।