Warning: Creating default object from empty value in /home/jatioart/public_html/wp-content/themes/NewsFreash/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
মার্টিনেজের ‘সেঞ্চুরি’র রাতে শিরোপা জয় ইন্টার মিলানের – দৈনিক জাতীয় অর্থনীতি
  1. bdweb24@gmail.com : admin :
  2. arthonite@gmail.com : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

মার্টিনেজের ‘সেঞ্চুরি’র রাতে শিরোপা জয় ইন্টার মিলানের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৯৬ বার দেখা হয়েছে

বর্ণিল মৌসুম কাটাচ্ছে ইন্টার মিলান। জানুয়ারিতে জিতেছিল ‘সুপার কোপা ইতিলিয়া’ শিরোপা। লিগ টাইটেল নাপোলির হলেও মৌসুমের দ্বিতীয় শিরোপা নিজেদের করে নিল মিলান শহরের জায়ান্ট ক্লাবটি। ‘কোপা ইতালিয়া’র ফাইনালে ফিওরেন্তিনাকে হারিয়েছে বিশ্বজয়ী ফরোয়ার্ড মার্টিনেজের ঝলকে। এতে ট্রেবল জয়ের সুয়োগ ইন্টার মিলানের সামনে।আগামী ১০ জুন রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানসিটিকে হারাতে পারলেই আসবে ইউরোপ সেরার খেতাব ও ট্রেবল শিরোপা।
স্তাদিও অলিম্পিকোতে মার্টিনেজের জোড়া গোলে ২-১ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান। শিরোপা জয়ের রাতে ইন্টার মিলানের হয়ে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে শত গোলের মাইলফলক স্পর্শ করেন মার্টিনেজ। ক্লাবটির হয়ে ২৩৫ ম্যাচ খেলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল সংখ্যা এখন ১০১টি।
এ জয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ‘কোপা ইতালিয়া’র নবম শিরোপা নিজেদের করে নিল জায়ান্ট ক্লাবটি। ম্যাচে ফিওরেন্তিনার হয়ে গোলটি করেছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।
ইতালির রোমে হওয়া ম্যাচটিতে শুরুতেই লিড পায় ফিওরেন্তিনা। মাত্র ৩ মিনিটেই গোল আদায় করেন গঞ্জালেস। এরপর চলতে থাকে লড়াই। পিছিয়ে পড়া ইন্টার মিলানের ত্রাতারূপে আবির্ভাব হন অধিনায়ক লৌতারো মার্টিনেজ। ২৯ মিনিটে মার্সেলো ব্রোজোবিকের বাড়ানো বল থেকে গোল আদায় করেন আলবিসেলেস্তে তারকা।
লিড পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি মিলান শহরের ক্লাবটির। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল আদায় করেন বিশ্বজয়ী ফরোয়ার্ড। নিকো বারেলিয়া বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পরাস্ত করেন ফিওরেন্তিনা গোলরক্ষককে। এরপর দুই দলই লড়তে থাকে সমান তালে। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোল ব্যবধানে।
বিরতির পর আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। দুইদলই গোলের সুযোগ পেয়েছিল বেশ কয়েকবার। তবে কোনো দলই পায়নি জাল স্পর্শের সুযোগ। শেষ অবধি ২-১ গোলের জয় নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে ইন্টার মিলান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি